পাতা:আপ-টু-ডেট.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাম । বজ । রাম । বজ । রাম । বজ । আপ-টু-ডেট 6t প্রমাণের উপর ভিত্তি স্থাপন করিয়া ইহাই সিদ্ধাস্ত করিয়াছি যে”—বুঝিতেছেন ? ( ফ্যাল ফ্যাল ক’রে চেয়ে ) না, কিছুই না । আর একটু শ্রবণ করুন। আমি একেবারে আপ, সম স্বচ্ছ করিয়া দিতেছি । “আমাদের প্রশ্ন কি ? আমি যে প্রবন্ধ লিখিতেছি তাহার কারণ কি ? তাহার কারণ এই যে আমাদের প্রশ্নটা জগতের সম্মুখে প্রকাশ করিতে হইবে। প্রশ্নটা কি ? কেন আমি লিখিতেছি—” কি বলছেন সব— শ্রবণ করিয়া ষান । যত শ্রবণ করিবেন, আমার উচ্চ ভাব সমূহের আলিম্পনে আপনি ততই মুগ্ধ হইবেন । “দেশের দৈন্য আমাদের স্থবির করিয়া রাখিয়াছে । আমাদের সকলেরই, মানব মাত্রেরই এখন কর্ত্তব্য—” গাত্রোথান করা । আমি উঠলুম। { রামসদয়ের প্রস্থান চলিয়া গেলন ? আমি অপেক্ষা করিব কি ? ত্রিলোচন বাবু, শুনিতেছেন ? উত্তম, বৈকালে আসিয়া বাকী কয়টা পৃষ্ঠা শুনাইব— [ প্রস্থান রামসদয় বাবুর চারিদিকে উকি মারতে মারতে প্রবেশ । ] ब्रांभ । গেছে, বাচ গেছে । কি আপদই জুটেছিল । কি যে সব মাথামুণ্ড—