পাতা:সতী-মিলন.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতী-মিলন। Ֆ a . অপেক্ষা কর এখানে, জিজ্ঞাসি আসি তাহারে। বিজ। যাও তবে ত্বরা ক’রে আশুতোষে সুধিবারে, এ মিনতি, পশুপতি দেন দেখা গিরি জারে । নন্দী। শিবের নিকট অগ্রসর হইয়াকরপুটে] বেহাগ খাম্বাজ–সুংরী। আশুতোষ, মহেশ, কৈলাস-পতি, তব দাস, করে ও পদে মিনতি, শিব। [ নয়নোন্মীলন । ] নন্দী। হিমালয়-কন্যা দুই সখী সনে, অভিলাষিণী ও পদ দরশনে ; আনিয়াছে তুলি ফুল-বিল্বদলে, বাঞ্ছিত পূজিতে ও পদ-যুগলে ; আছে আশা-পথ করি নিরীক্ষণ, হইলে আদেশ করে আগমন।