পাতা:সতী-মিলন.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতী-মিলন | ՎՋկ ত্রিশূল-ধারক, ত্রিতাপ-নাশক, মহাদেব বিশ্বেশ্বর । জয় শশি-শেখর, সৰ্ব্ব গুণাকর, নিজগুণে কৃপা কর। - সাহানা—কাওয়ালি | শিব। [ উমাপ্রতি ] আমায় ক্ষমা কর বরাননে ! পেয়েছ যত দুঃখ আমার কারণে ; বিলম্বে কি প্রয়োজন করহ বরণ, সাক্ষী রাখি’ সর্থীগণে । ভৈরবী-কাওয়ালি। উমা । [জয়ার প্রতি] সখী মোর এই আকিঞ্চন, পিতা মোরে সদাশিবে করেন অপৰ্ণ । জয় । ( করযোড়ে শিবের প্রতি ) হিমালয় কাছে প্রভো করুন গমন । সাদরে উমায় তিনি করিবেন অপর্ণ ।