পাতা:সতী-মিলন.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেদারা—একতালা । নার। এ সুমধুর স্বরে বল কে গান করে ? সুধা বরষিল যেন শ্রবণ-কুহরে। (উমার প্রবেশ।) হিমা । ইনি মোর কন্যা উমা, (উমার প্রতি ) মুনিরে প্রণম গো, মা । দেবর্ষি নারদ ইনি, পূজ ভক্তিভরে। উমা । (নারদের প্রতি) নমি গো তোমারে। [ প্রণাম করণ ] নার। (স্বগত) দেবগণ র্যার পদ সদা বাঞ্ছা করে, কি বলিয়া আশীৰ্ব্বাদ করিব র্তাহারে ? ( প্রকাশ্যে ) কেদারা—মধ্যমান । ধন্য গিরিরাজ ! তব সার্থক জীবন, বহু-পুণ্য-ফলে তুমি পেয়েছ এ কন্যা-ধন ;