পাতা:সতী-মিলন.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 'ა თ সতী-মিলন। যোগীশ্বর-যোগ তুমি ভাঙ্গিবে হে পঞ্চশরে । রুষ্ট যদি হন শিব, ঘটিবে তব অশিব, যেওনা হে প্রাণনাথ,বিনয় করিপায়ে ধরে। সিন্ধুড়—ধামার। কন্দ। প্রতিজ্ঞা করেছি আমি, দেবগণ নিকটে যখন, অবশ্য তা’ করিব পালন । ভাঙ্গিতে হরের ধ্যান, যায় যদি মোর প্রাণ, তথাপিও করিব গমন । প্রেয়সি! বলি তোমায়, দেবতা যার সহায়, তার ভয় আছে কি কখন ? খাদ্ধাজ-আড়াখেমটা। রতি। হে কান্ত! একান্ত যদি যাইবে সেথায়, পায়ে ধরি সঙ্গে করি নিয়ে যাও আমায়। তিলেক বিচ্ছেদে পতি, পাগলিনী হয় রতি, করি তার এ দুর্গতি, যাইবে কোথায় ?