পাতা:সতী-মিলন.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতী-মিলন। יל so [কন্দপের প্রবেশ ] নিকটে যাইয়া] এস এস নাথ, বিলম্বে তোমার, চৌদিক্‌ দেখিতেছিনু অন্ধকার, চিন্তাকুল ভাব কেন হে তোমার, হেরি কি কারণ ? কন্দপ। প্রিয়ে শুন বিবরণ ; ভয়ানক কাজ, মোরে দেবরাজ, ক’রেছেন অর্পণ । বেহাগ—যৎ । রতি। প্রাণ নাথ ! শীঘ্র বলহে আমায়, কি কাজ দেবরাজ দিলেন তোমায় ? নিৰ্ম্মল বদন-শশী চিন্তা-মেঘে ঢেকেছে, দেখে এ ভাব তোমার, মন মোর দহিছে, বল মোরে শীঘ্র আর বিলম্ব না সহিছে, মরি মরি প্রাণ যায়।