পাতা:সতী-মিলন.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতী-মিলন।

নার। মর্ত্যলোকে মোর কিছু আছে প্রয়োজন,
করিতেছিলাম তাই তথায় গমন,
বহুদিন তব সনে দেখা হয় নাই,
ভাবিলাম এই যোগে দেখা ক’রে যাই।
হিমা। কি সৌভাগ্য ! পাইলাম তব দরশন।
আছে, মুনিবর, মোর এক নিবেদন ॥

(ভূপালী-মধ্যমান। )

শুন দেব-ঋষি,বাসনা ক’রেছি মনে,
উপযুক্ত পাত্র পেলে সঁপি তারে উমাধনে;|
রূপে গুণে অলঙ্কৃতা, মম দুহিতা,
উপযুক্ত বর তার পাই কেমনে ?


( নেপথ্যে )

(ইমন ভূপালী-মধ্যমান। )

কৈলাসপতি কৃপা-নিধান কুলেশ্বর,
গিরিশ গঙ্গাধর, বীরেশ বিশ্বেশ্বর ;
শম্ভু শশিশেখর, সৰ্ব্বেশ্বর।