পাতা:আসছে ফাল্গুনে - ভুপেশ আইচ.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফেললেন হরিহর বাবু) একদিন হয়েছিল কি,—সে দিন খুব বর্ষা— আবার নেমে এলো চোখের অবাধ্য জলধারা) সুপ্রিয়—-খান কাকাবাবু,— হরি—এ্যা— অখ মুছে। এই যে খাচ্ছি । তাই কিছু ব’লতে পারিন । বাঃ, দিল্যি খাবার ত" – কোথেকে তোমাদের খাবার আসে : সুপ্রিয় –এ সব দোকানের খাবার নয় কাকাবাবু। বাড়ীর খাবার ; মা'র নিজের হাতের তৈরী ! হরি—তাই নাকি ! তাশচর্য্য ত ! সুপ্রিয়—আপনি খান,—আমি আসছি— (ভিতরে গেল) হরি—দিব্যি ছেলেট কিন্তু (খেতে লাগলেন। বেচারামের প্রবেশ) বেচা— উকি দিয়ে ও লুচী খাওয়া হচ্ছে ! মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে দিস্তের পর দিস্তে লুচী গেলা হচ্ছে !

  • .

আছি । এই আপনার “যাবে। আর আসবো” ? আমি ভাব লাম, বুঝি অন্ত দরোজ দিয়ে ভেগেছেন ? কই, দিনত তামার ট্যাক্সিভাড়াট ;–তারপর লুচী ঠাস্থন— (হাত পাত লো)