পাতা:আসছে ফাল্গুনে - ভুপেশ আইচ.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুপ্রিয়—শুধু কার্ড দিইনি। আপনার মেয়ে এগিয়ে দেবার অছিলায় আপনার বাড়ীটাও দেখে এসেছি । হরি— (ক্রোধে) কেন-কেন ? সুপ্রিয়—আমার টাকা তিনটে গচ্ছ না যায়, সেই জন্তে ! হরি—তা' বলতে পারে । কিন্তু—কিন্তু তুমি টাকা দিতে গেলে কেন ? সুপ্রিয়—সে কি ? আমার কেউ যদি আপনার সামনে এমনি বিপদে পড়তেন, আপনি দিতেন না ? হরি—তা’ দিতাম বৈ কি ! সুপ্রিয়—তবে ? হরি—তাও ত" বটে ! সুপ্রিয়—এইবার গিয়ে হাত মুখটা ধুয়ে ফেলুন। হরি—হ্যা, তাই যাচ্ছি,— (ভিতরে গেলেন। (সুপ্রিয় মুখ টিপে হাসছিল ; মা চা ও জলখাবার নিয়ে সাজিয়ে রাখলেন, হরিহর বাবু ঢুকতেই প্রস্থান) মেয়েটারই দোষ, দেখলাম ভেবে মঞ্জুরই দোষ ! কেন সে পাস ভুলে ফেলে গেল ? (আয়োজন দেখে) ও কি ক’রছো ? সুপ্রিয়—আজ্ঞে, আপনি তাড়াতাড়িতে চা খেয়ে আসতে পারেন নি— ছরি— (বিস্ময়ে) এ্যা, তাইত ! চ খেয়ে ত’ আসিনি ? সত্যই ত’ চা ত’ খেয়ে আসিনি ! তা তুমি কি ক’রে জানলে হে 、ジ ○