পাতা:ইঙ্গিত - কৃষ্ণদাস আচার্য্য চৌধুরী.pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ইঙ্গিত
সওদাগর

বৃদ্ধ সওদাগর, পিছনে কুলীর মাথায় বড় বড় গাঁঠরী, সঙ্গে তাহার ছোট ছেলে। ছেলেটিব বযস বছর দশেক, ফুটফুটে রং, আপেলের মত দুটি গাল।

“মাকে ছাড়িয়া আসিতে পারিল?”

“মা ত’ নাই।”

বছর ঘুরিয়া গেল। সওদাগর আবার আসিয়াছে, সঙ্গে ছেলে নাই। জিজ্ঞাসা করিলাম,—

“ছেলে কোথায়?”

“খোদাকা মরজি—” এই বলিয়া চুপ করিল। ভাল বুঝিতে না পারিয়া আবার

৫৪