পাতা:স্বর্ণাঞ্জলী - স্বর্ণময়ী দেবী.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্ণাঞ্জলি ( بیbمہ ) গুরু কি ধন, চিনলে না মন, গুরু জীবের পরমাত্ম-ধন, গুরু ব্ৰহ্ম, গুরু ধৰ্ম্ম, গুরু হয় ব্ৰহ্ম-সনাতন, গুরু বিনে নাই বন্ধু—এ তিন ভূবন । গু-কারে মোহ-অন্ধকার, র-কারে হরে আঁধার, তাঙ্গ সবে গুরু বলে, কহে সৰ্ব্বজন । ব্ৰহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিন রূপে এক কর, "হুজনের সড়পায় অভেদ জ্ঞান | to r ( ھجمہ ) আমি চিনলেম না, গুরু কেমন ব্ৰহ্ম-সনাতন, বিষয় ভুলে রলেম ভুলে, পেলেম না সন্ধান । বসে আছেন হৃদি-দ্বাদশদলে, শক্তিসহ কুতুহলে, স্বধু কল্পনার অধীন। তব অধম সস্তানে রেখেছ আঁধারে মোহ-বন্ধনে, হেরিতে পারিনা তোমার, থাকিতে নয়ন ॥ তুমি সাকারে হওঁ তিনরূপ স্বাক্ট-স্থিতি-লয় কারণ, স্বর্ণের জীবন হয়ে এল শেষ, কি হবে এখন। অন্তঃকালে কর দয়া নাম থাকে ੋ। l পাঁচখ }