পাতা:স্বর্ণাঞ্জলী - স্বর্ণময়ী দেবী.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্ণাঞ্জলি ( صححجيج ) বাউল সুর । মন বঁাশিরে সাধুর বাজারে ঐ সুর । মন ভবে এসে কি কাজ করিলে, ( ভোলামন ) আসবার সময় যা বলে এলে, এসে সেসব ভুলেগেলে । (মন) সার হল আসা যাওয়া, হলনা পরমার্থ পাওয়া, মানব তুলভ জনম গেল বিফলে, _ মায়াজালে বন্ধ হয়ে, আমার করে দিন কাটালে । ভবের হাট ভেঙ্গে এল, দিন তো ফুরায়ে গেল, কি হবে উপায় বল, রবীন্দ্রত এলে, স্বর্ণ বলে এসময়ে ত্রাণ পাবে গুর ভজিলে ৷ ( aے جہ ) মন ভকতি মনে ভজ গুরু ব্ৰহ্ম-সনাতন, ধ্যান করিলে হৃদিপদ্মে পাবে দরশন । হৃদয় দ্বাদশ পদ্মাসনে, বসে আছেন হাস্ত-বদনে, নিরমল নিৰ্ব্বিকার স্বেত বরণ । গলে মুকুতার মালা, ভালে শোভে চন্দ্রকলা, চিগায় চিদানন্দ পরমাত্মন । ক্স স্কুটে গোবিন্দ, তিনে এক ভেবে হও আনন্দ, ༄ས་མ་རྩ་གཅ༑ཚེ মৃলে মন-প্রাণ কর সমর্পন ॥ 輩→一 [ চব্বিশ ]