পাতা:স্বর্ণাঞ্জলী - স্বর্ণময়ী দেবী.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্ণগুলি ( Sa ) মম বড় অবোধ অজ্ঞান স্থির হয়ে রহেনা, গুরু-ব্রহ্ম-পদ ধ্যান করিতে ঘুরে ভাবে সে বাসনা। মন নিয়ে হই কষ্ট সাধা, হইতে চায় না মোটে বাধ্য, হবে কি সেই ভবারাধ্য পরমপদে সাধন । চারিদিকে ঘটে বিপদ, যাবে কি সেই মনের গলদ, যে-পদ স্মরে ঘোচে আপদ, স্বর্ণের হয়না সেই ভাবনা ৷ (نی-اح ) গুরুদেব পরমাত্মাধন সৰ্ব্বজীবে বিরাজমান, আছে সৰ্ব্ব-চরাচরে, অপশু মণ্ডলাকারে, তাই সবে বলে তোমায় বিশ্বরূপ নাম । ব্ৰহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনরূপে হও সাকার, যুগে-যুগে অবতার, স্বষ্টি, স্থিতি, বিনাশন । এ ভাবে যে জানতে পারে সে ভাবেন! ভবপারে, সে জনমে না বারে বারে হয় ব্রহ্মেতে নিৰ্ব্বান । তব দয়া বিনে, কে আর জানতে পারে সাধ্য কার, লীলাময়ের লীলা অপার, যারে হও দয়াবান । স্বর্ণ অতি ভক্তিহীন, ভজন-পূজন বিহীন, অন্তে কি পাইব তব কৃপা-কণা দান ৷ ـسیــہ ســــ 3، 4- حصے--سب۔ অট ]