পাতা:স্বর্ণাঞ্জলী - স্বর্ণময়ী দেবী.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্ণাঞ্জলি ( NలS ) আঁধারে পড়িয়ে প্রভু না হেরে ডাকি তোমায়, দেখা তো দিলেন, এবার অধম বলে আমায়। হরি-হর এক প্রাণ, না হয় যেন অভেদ জ্ঞান, পরমাত্মারূপে অধিষ্ঠান হৃদয়ে আছ, সদাই । গু-কারে হয় মায়া প্রকাশ, রুকারে বিনাশক তার, তাই শুরু ব’লে সবে জগতে ডাকে তোমায় ॥ ধ্যান করিয়ে হৃদিমাঝে স্বরূপে দেখ দাও আমায়, আঁধার হ’রে জ্যোতি যেন নয়নে হেরি তোমায় ৷ ( 수o ) রামেশ্বরপ্রাম দশন বর্ণমা । রামেশ্বর, রামেশ্বরী, আহা কিবা শোভা তার, বিরাজিত জম্বুদ্বীপে অধমে তরাইবার । প্রধান চারিধাম রামেশ্বর এক নাম, অন্তে যায় মোক্ষধাম দরশনে একবার। অপূৰ্ব্ব পুরির স্বজন, বিশ্বকৰ্ম্ম করেছেন স্বয়ং, মৰ্ত্তলোকে কুৈলাস ভবন, জ্ঞান হয় হেন রূপ কার শত শত ভক্তবৃন্দ ভস্ম চন্দনে মাথা অঙ্গ, মুখে বম বম্ হর হর বলিতেছে অনিবার। ಇffu ]