পাতা:স্বর্ণাঞ্জলী - স্বর্ণময়ী দেবী.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্ণাঞ্জলি ( جي ه د ) রবি ঠাকুরের স্বর । ব্যাকুল অপ্তরে, ডাকিতেছি তোমায়, পড়িয়ে অকুল পাথারে । তুমি অগতির গতি, নিরুপায়ের উপায়, কাণ্ডারী হও ভবপারে । রয়েছ হে তুমি জগত ব্যাপিয়া, তব আদেশে জীব আসে যায় বলিয়ে, জীবের জীবন পরমাত্মা হয়ে রয়েছ সৰ্ব্ব আঁধারে_L সদয়-বেদনা সহিতেছি আমি ; সকলি জানহে, তুনি অন্তর্যামী, চঃখ-দুব হ’তে চির-বন্ধু তুমি, তাই ডাকিহে নাথ তোমারে । --سسے : - صبے مج ہڈـــبـ---- ( SలC ) নামনিলে দীনবন্ধু পাইবে গো দরশন-ঐ স্থৰ । সে সময় দীনবন্ধু দিও আমায় দরশন । যখন এই ভব হতে নিতে আসিবে শমন । ধরিবে কৃতান্ত এসে, স্ব-জোরে হ’য়ে নিদণরশ, তখন কি আছে সম্বল, বিনে তব কৃপা বিতরণ । না করিলাম সাধন ভজন, না পূজিলাম ও-চরণ, যদি নিজগুণে দয়াদানে, শমন ভয় কব বারণ । উনষাট ।