পাতা:স্বর্ণাঞ্জলী - স্বর্ণময়ী দেবী.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্ণাঞ্জলি ( ১১৩ ) थुjांश मत्रौष्ठ । মন্দিরে দ্বার দিয়ে কতকাল রবে ঘুমিয়ে, তব অধম তনয় কঁদে ভব আঁধারে পড়িয়ে । দ্বার খুলে হের জননী, ভয়ে কঁপিছে প্রাণী, মা বিনে কে আছে আর ভয় হরে অভয়ে ॥ কু-সস্তান বলে কিগো মায় পারে উপেক্ষিয়ে, দাড়াও এসে একবার মা-ডেকে জড়াই হিয়ে ॥ পার্বাণের কন্যা বলে রয়েছ কঠিন হয়ে । তাই জগতে ডাকে সবে (মা) পাষাণী বলিয়ে ( SS8 ) ( হামা) কত দোষে দোষী মাগো আছি তব রাঙ্গাপায়, আমি দোষী বলে মোর কপালে এত দুঃখ লিখা যায় ॥ শত দোষে আছি দোষী ক্ষম গোম মুক্তকেশী, সন্তানের শত দোষ মায়ের কাছে ক্ষমা পায় । কাদিতেছি দিব-নিশি, দুঃখ পেয়ে রাশি রাশি, ভব-সাগরেতে ভাসি, হয়েছি মা নিরুপায় ॥ দয়াময়ী নিজগুণে, অভয় কর প্লদানে, ভব-জলধি পার হইতে চরণ-তরি দেও আমায় ॥ দুঃখে স্বর্ণ কেঁদে বলে, রবিস্তুত নিবে বলে, সে সময়ে কাল-নাশিনী নিবারিও শমন-দায় ॥

  • - عسے۔ سب سے *سسبسبے

[ চৌষট্টি ]