পাতা:ইঙ্গিত - কৃষ্ণদাস আচার্য্য চৌধুরী.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ইঙ্গিত
চপলা

সরলার বিবাহে ভারী ঘটা! চপলা চিকের আড়াল হইতে বর দেখিবার জন্য উৎসুক নেত্রে চাহিয়াছিল। বর দেখিয়া হঠাৎ তাহার মনে পড়িয়া গেল, দিদিমার কাছে শোনা সেই রাজ-পুত্রের কথা।

চপলা পিতৃমাতৃহীনা, সরলা হইতে এক বছরের বড়। দূর সম্পর্কের জ্যেঠা মহাশয় দয়া করিয়া এ বাড়ীতে স্থান দিয়াছেন। কি ভাবিয়া ছোট্ট একটি নিঃশ্বাস ফেলিয়া, বাড়ীর ভিতর যাইয়া সরলাকে সাজাইতে বসিল।



৩৩