পাতা:গুঞ্জন - বিজন কুমার আচার্য্য.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

સ્થ હતું দগ্ধ সে হৃদি ব্যথা কেমনে ও ভোলে ? শতধা বিদীর্ণ হিয়া কাতরে যে দোলে, বসনে পড়িল ছাই চোখের কাজল ভাই কপোল বাহিয়া নামে অশ্রীতে গ’লে দগ্ধ সে হৃদি ব্যথা কেমনে ও ভোলে ? আসিতে নাহি বা যদি ছিল তার মন আসিবে বলিয়া কেন লিখিল আমন । সারাটি ধরিয়া দিন সাজায়েছে তনু ক্ষীণ বাজায়ে মনের বীণ, নিরালায় মন, আসিবে বলিয়া কেন লিখিল আমন । পুরুষে বোঝে না কেন নারীর কথা মাটিতে আছাড়ি’ কঁাদে স্বর্ণ-লতা । কাদায়ে প্রাণ-প্রিয়া কোথা সে মোহনীয়া, বিশ্বে র্কাদিয়া মরে বিরহী রাধা বিরলে বসিয়া চলে বঁাশী কি সাধা ?