পাতা:গুঞ্জন - বিজন কুমার আচার্য্য.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] ওগো মোর, রাণী, তোমারে বাসি না ভালো, এইটুকু জানি, তবু কেন আঁখি ফুটি লুব্ধ সে ভ্রমর চেয়ে রয় মেলি ডানা যাওয়া-পথে তোর ? কাছে এলে, মন-বীণা বাজে কেন জোর হৃদয়ের তন্ত্রে তন্ত্রে, অপূর্ব সঙ্গীত অশ্রুত সে গীত, কেন সে বাজিয়া ওঠে মোহনীয়া স্বরে হৃদয়ের পুরে ? নেই কাছে, তবু মন কথা তোর ভাবে, কিসের অভাবে, অন্ধকারে সমাচছন্ন স্বাদহীন মন থাকে অচেতন, চমকিয়া জেগে উঠে তন্দ্রণ ভেঙ্গে দেখি তোর ছবি, একি ! মন উর্ণনাভ-জাল ক’রেছে রচনা করিয়া বঞ্চনা, জাগ্ৰত চেতন ৷