পাতা:গুঞ্জন - বিজন কুমার আচার্য্য.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీతిఁ শঙ্কা সরম অতি মনোরম রূপ বিগলিত চন্দ্রকলা, মঞ্জরিত ঐ ভাবের কলিটি রচনা উহার করিতে ছলা ? মঞ্জীর-হীন চরণের ধবনি ও কি রে শুধুই শব্দ ? তালে তার কেন হারাইয়া ফেলি আজিকার শক-অবদ ? ফিরে আসে মনে সেদিনের সুর কালিন্দী-কুলে সাধ৷ মরমীয়া ওই ধবনি যেন বলে, ‘আসে মানময়ী রাধা” । বৃত্ত্বিশ