পাতা:গুঞ্জন - বিজন কুমার আচার্য্য.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭. ધૃવં বাসন-কারায় বন্দী অাছে যেই প্রাণ অধীর ব্যাকুল আজি, করিছে সন্ধান কোথায় রয়েছে সেই অনন্ত প্রেরণ ক্ষণে যাব স্পর্শ লভে স্থষুপ্ত চেতন ; জাগরণে মিলায় সে কোথা বহুদূর । কাছে এসো, হ’য়োনাক প্রণয়বিধুর ; অৰ্দ্ধাঙ্গিনী তুমি মোর, আধেক সে ভার যদি যেচে নাহি লও, কোথ! দেখ। তার পাব বল একা আমি ?— অৰ্দ্ধেক না চাই আজিকে তোমারে প্রিয়া সঙ্গে নিয়ে তাই আকুল অন্তরে বসি চাহি উদ্ধলোক চারি চোখে খুজিব সে কোথায় গোলোক । আটচল্পিশ