পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৬৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পড়বে, अझर्दन् ( পুং ) একজন রাজর্ষি । “যাভিঃ পঠর্বাঞ্জঠরস্ত” ( ঋক্ ১।১১২১৭ ) পঠর্বৈতং সংঞ্জে রাজর্বিঃ (সায়ণ ) পঠসমঞ্জরী (স্ত্রী ) রাগিণীবিশেষ, পঠমঞ্জরী । (হলাযুদ্ধ) পঠান (হিনী ) আফগানদেশবাসী মুসলমান জাতি। ভারতবর্ষে যে সকল আফগান-বংশধর আসিয়া বাস করে, তাহার পঠান বা পাঠান নামে অভিহিত হইয়াছিল। আফগানগণ স্বজাতিকে পুস্তুন বা পুস্তু বলিয়া থাকে। সম্ভবতঃ আফগান ভাষার বহুবচনান্ত পুস্থতান শব্দের অপভ্রংশে পঠান বা পঠান এইরূপ লিখিত হইয়া থাকে। পক্ষান্তরে আফগানগণ এই নাম সম্বন্ধে বলে যে, উক্ত শব্দের অর্থ ‘সার বস্ব' । সিরীয় ভাষায় পাঠান বা পিঠান শব্দের অর্থ “হাল বা মাস্তল”, এইজষ্ঠ পাঠান শব্দে শীর্ষস্থানীয় বুঝায়। [পাঠান দেখ। ] পঠানকোট, পঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত একটা তহসীল ও নগর । [ পাঠানকোট দেখ। ] পঠি (স্ত্রী) পঠ-ই ( সৰ্ব্বধাতুভ ইন্‌। উৎ ৪১১৭) পঠন, পাঠ । পঠিত (ত্রি ) পঠ-ক্ত। বাচিত, কৃতপাঠ। ২ অধীত, উচ্চারিত। “ময়া ন পঠিত চওঁ স্বয়া নাপি চিকিৎসিতম্। অকস্মান্নগরোপাস্তে কথং ধূম্ৰায়তে চিতা ॥” (হাস্তার্ণব ) পঠিতব্য (ত্রি ) পঠ-তব্য। পাঠা, পড়িবার যোগ্য । “তন্মান্মমৈতন্মাহাত্ম্যং পঠিতব্যং সমাহিতৈঃ ।” ( মার্কণ্ডেয়পু ৯২৬) পঠিতাঙ্গ (জী ) মেথলাভেদ । পঠিতি ( স্ত্রী ) শব্বালঙ্কারভেদ । ( সরস্বতীকণ্ঠাভরণ । ) পঠ্যমান (ত্রি ) পঠ-শানচ। যাহা পাঠ করা যাইতেছে। পড়, গতি। ভূদি, আত্মনে, সক, সেট, ইদিৎ। লট পণ্ডতে। লাটু পগুতাং। লণ্ড অপগুত। লিট্ পপণ্ডে। লুড় অপত্তিষ্ট। ণিঢ় প গুয়তে। যজ্ঞ পাপগুতে । পড়, সংহতি, রাণীকরণ। চুরাদি, উভয়পৗ, সক, সেটু। পওয়তি-তে। লোট পণ্ডয়তু-তাং । লিট্‌ পওয়াংচকার, চক্রে । লু অপিপগুৎ-ত । পড়ন ( দেশজ । ১ পতন। ২ অধ্যয়ন, পড়া। পড়পড় ( দেশজ) পতনপ্রায়, যাহা পতিত হইতে অতি অল্প | অবশিষ্ট আছে। ২ অগ্নিতে দহমান বস্তুর অক্ষ শব্দ । পড়পুত (বড়শের) তিরুবাছোড়ের অগস্তোশ্বর তালুকের অন্তর্গত একটী প্রাচীন গ্রাম, তিরুবাস্কোড়নগর হইতে ৩৮ মাইল দক্ষিণপূর্বে অবস্থিত। এখানে কতকগুলি প্রাচীন মন্দির ও তাঁহাতে শিলালিপি উৎকীর্ণ আছে। পড়বেড়g উত্তর আর্কট জেলার পোলুর তালুকের অন্তর্গত একটী বিধ্বস্ত নগর। কেহ বলেন, এখানেই কুরুস্বরদিগের [ ৬৬৬ } রাজধানী ছিল। প্রায় ১৬ মাইল বেড়ের মধ্যে প্রাসাদ, দেবমন্দির ও ছত্র ( পান্থশালা) প্রভৃতির বহু তয়াবশেষ হইতে ইছার প্রাচীন সমুদ্ধির যথেষ্ট পরিচয় পাওয়া যায়। প্রবাদ এইরূপ, কুলো জচোলের পুত্র অডোগুই কর্তৃক এই নগর বিধ্বস্ত ও জনমানবশূন্ত হয়, তদবধি ইহা একপ্রকার পরিত্যক্ত রহিয়াছে। পড়বেড়, নামে এখানকার নূতন গ্রামে অতি অল্প লোকের বাস। এই গ্রামেই রেণুকা ও রামস্বামীর মন্দিরে শিলালিপি দৃষ্ট হয়। ১৪৬৮ খৃষ্টাকে উৎকীর্ণ শিলালিপিতে পড়বেড়ীর উল্লেখ আছে। পড়লা (দেশজ) প্রতিবেশী, প্রতিবাসী হইতে এই শস্য হই য়াছে। এক পল্লীতে যাহাদের সহিত অবস্থান করা যায়। পড়া (দেশজ) ১ পতন। ২ অধ্যয়ন। ৩ কোন বস্তু মন্ত্ৰপূত করিয়া দিলে তাহাকে পড়া কহে, যেমন চালপড়া, জলপড়া। বালকের রোগাদি হইলে জলপড়া প্রভৃতি দেয়। পড়ুয়৷ ( দেশজ ) ছাত্র, যাহারা বিদ্যাধ্যয়ন করে। পড়ে। (দেশজ ছাত্র। ২ পতিত। পড়োভুঞি ( দেশজ ) পতিত ভূমি। পড়গুভি (পুং ) অমর ভেদ । ( ঋক্ ১০,৪৯৫ ) পড় বীশ ( ক্লী ) ১ পাদবন্ধন । ২ পাদবন্ধনযোগ্য রজু। “বিবর্ধনং যচ্চ পড়বশমবতঃ" ( ঋক্ ১১৬২৷১৩) পড় বীশং পাদবন্ধনং ( সায়ণ) (শত ব্ৰা” ১৪৯১৷১৩) পণ, ১ ব্যবহার, ক্রয়বিক্রয়াদি। ২ স্তুতি। ভূদি, আত্মণে, সক, সেই । লট পণতে। লোটু পশতাং । লিট্‌ পেণে। লুঢ় পণিত। স্ট্র পশিষ্যতে। লু অপশিষ্ট, অপশিষাতা, অপ শিষত। পণধাতুর স্তুতি অর্থ বুঝাইলে আয়াদেশ হয়। লট পণায়তি-তে। লোট পণায়তুতাং । লিট্‌ পণায়াঞ্চকার, পেণে । লুটু পণাতিসি, পাণিতালে। আশঙি, পণ্যাৎ, পশিষ্ট। ব্যবহার ক্রয়বিক্রয় অর্থ বুঝাইলেও অায় আদেশ হয় । “নচোপলেভে বণিজাং পণায়াঃ” ( ভটি ৩২৭ ) সন্‌-পিপণি যতে। যন্থ পম্পণ্যতে। যুলুল্ক পম্পটি। শিচ্‌ পণিয়তি । লুঞ্জ অপীপগৎ । কৃদন্ত প্রত্যয়ে পণায়ণীয়, পণনীয়। পণায়ন, পণন । পণায়ক, পাণক । পশায়িত, পণিত ইত্যাদি । পণ ( পুং ) পণ্যতেইনেন পণ ব্যবহারে অপ। ( নিতাং পণঃ পরিণামে। পা ৩৩।৬% )। ১ কর্ষপরিমিত তাম্র, কার্ষিকতামিক, এককর্ষ তাম্রখণ্ডের নাম পণ । ২ অশীতি বরাটক, ৮•ট কড়ি, ২• গগু কড়িতে এক পণ । "অশীতিভিবরাটকৈঃ পণ ইত্যভিধীয়তে।" ( ভবিষ্যপু” ) ৩ নিবেশ । ৪ ভূতি। পশে মহোৎস্ত্যস্মিন পণ“অৰ্শ আদিভাঃ জচ্‌ ইতি অচু। এ দুতি। ৬ গ্রহ, চলিত বাজি । ৭ মূল্য।