পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পতঙ্গ [ ७१२ ] পতঙ্গিকা “পতৎপতঙ্গপ্রতিমস্তপোনিধিঃ পুরোধস্য যাবন্ন ভুৰি ব্যণীয়ত (” ( মাঘ ১৷১২ ) ਾ, ক্ষুদ্রাকৃতি জীবভেদ, ফড়িং। ইহাদের শরীর গ্রন্থিযুক্ত বলিয়া ইহার এস্থিবিশিষ্ট জীবশ্রেণীমধ্যে গণ্য। গ্রন্থি-দেহ জীব সকল সাধারণতঃ পাঁচ ভাগে বিভক্ত ১ কর্কটবর্গ (Crustcaea) ২ নৃতাবৰ্গ (Arachuida), ৩ বৃশ্চিকবর্গ বা শতপাদিক (My ), 8 of Soggét (Insecta), s a কীটবর্গ (Wermes) গ্রস্থিবিশিষ্ট প্রাণীমাত্রেই কীটজাতির অন্তর্গত। ইহাদের উৎপত্তি ও অবয়বের পরিপুষ্টি একই প্রকার, আকৃতিভেদে ও অবস্থার পরিবর্তনে ইহাদের নামের বিভিন্নতা লক্ষিত হয় । বৃশ্চিক, কেন্নো প্রভৃতি কীট বহুগ্রস্থিবিশিষ্ট হইলেও তাছার কীটশ্রেণীর অস্তুর্গত। { বিশেষ বিবরণ ‘কীট’ ও ‘পঙ্গপাল’ শব্দ দেথ । ] যে সকল কীট তিনটমাত্র গ্রস্থিবিশিষ্ট তাহারাই পতঙ্গ পদবাচ্য । পতঙ্গের মধ্যে আবার তিনটী বিভাগ দেখা যায়, ১ম, পূর্ণ পরিবর্তক ( Metabola ) অর্থাৎ যাহার জন্মাবধি বারংবার সম্যক্রূপে দেহ পরিবর্তন করে,-যেমন, ডাস, দংশ মসক, মক্ষিক, মালপোকা ও প্রজাপতি। ২য়, ঈষৎ পরিqÉq ( Hemimetabola ) zosts tgtgl ggfgfg CȚIzg অতি অল্প পরিমাণে পরিবর্তন করে, যথা ফড়িং, গঙ্গাফড়িং, পঙ্গপাল, বল্মীক, আরসলা । ৩য়, অপরিবর্তক (Ametabola) অর্থাৎ যাহারা অগু হইতে নিৰ্গত হইবার পরে আর দেহাবয়বের পরিবর্তন করে না । যথা পিপীলিকাদি । মাছি, মৌমাছি প্রভৃতি নানা জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষযুক্ত ট ; এমন কি ডানাযুক্ত পিপীলিকাকেও পতঙ্গ বলা যায় ; কিন্তু সাধারণতঃ পতঙ্গ শব্দে অন্ত প্রাণীকে না বুঝাইয়া একমাত্র ফড়িংদিগকে বুঝাইয়া থাকে। প্রজাপতি পতঙ্গশ্রেণীর অন্তভুক্ত হইলেও, এখন বিশিষ্ট অভিধান প্রাপ্ত হইয়াছে। [ প্রজাপতি শঙ্ক দ্রষ্টব্য। ] ওীষ্মপ্রধান দেশে অধিক উত্তাপের সময় পতঙ্গের উপদ্রব হইয়া থাকে। এই সময়ে মাছি প্রভৃতি ক্ষুত্র ক্ষুত্র কীট প্রচুর জন্মিয়া মনুষ্যগণকে সৰ্ব্বদাই উত্তাক্ত করে । এই সময় ওয়ানীর স্থায় এক পতঙ্গ আসিয়া গৃহাদি ভরিয়া যায়। হেমন্তকালে গঙ্গাফড়িং এর গুীয় শ্রাম পোকা’ নামে এক জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গ জন্মে। উহার রাত্রিকালে আসিয়া প্রদীপাদিতে পড়ে ও জীবন হারায় । আফ্রিকা দেশে এক প্রকার পতঙ্গ ( Tsetse-fly ) জন্মে, তাহাদের কামড়ে csi, sr, festfā nfini sta i Qunasia Simaruba নামক এক প্রকার তিক্ত বৃক্ষপত্রের সহিত চিনি বাটিয়া পাত্রে --- রাখিয়া দিলে পতঙ্গাদি জাসিয়া উহার উপর পক্ষে ও তৎক্ষণাং ziè gai Rsf cwt" (Erigeron viscosum ) atqvs এক প্রকার ক্ষুদ্র গুল্ম পাওয়া যায়, ইতালীবাসিগণ উছা tে ডুবাইয় গৃহে ঝুলাইয়া রাখে। পতঙ্গগণ উড়িয়া ঐ পারে বসিলে মরিয়া যায়। পতঙ্গগণ সাধারণতঃ বৃক্ষাদির পত্র খাইরা প্রাণ ধারণ করে। কোথাও কোথাও ইহাদিগকে পচা মাংস প্রভৃতি থাইতে দেখা যায়। পক্ষাত্তরে চীন ব্রহ্ম প্রভৃতি দেশবাসিগণ পতঙ্গ রাধিয়া খায়। ইহার কোথাও বৃক্ষপত্রে কোথাও বা মৃত্তিক মধ্যে অগুপ্ৰসৰ করে। প্রসৰেয় পর গর্ভিণী মরিয়া যায়। জগদীশ্বরের কৃপায় স্বর্ঘ্যের উত্তাপে ঐ ডিম্ব ফুটিয়া ছানা বাহির হয়। কীট শব্দে এতৎসম্বন্ধে বিশেষরূপে আলোচনা করা হইয়াছে, এজগু এখানে উল্লেখ নিম্প্রয়োজন । ৩ শলভ। ৪ শালিপ্রভেদ। ৫ জলমধুক বৃক্ষ । (রাজনি")। পত-বাহু” অঙ্গচ্‌ ! ( স্ত্রী) ও স্থত । ৬ পারদ। ৭ চন্দনভেদ । ( শব্দচ" ) । ৮ শর, বাণ । ৯ অগ্নি । ১০ অশ্ব । ১১ মক্ষিকাদি। ১২ প্রজাপতি প্রভৃতি। ( যাহার। অগ্নি দেখিলেই আসিয় পড়ে )। ১৩ পিশাচ । ( মহীধর ) ১৪ কৃষ্ণের নামভেদ। ১৫ প্রজাপতির পুত্রভেদ। ১৬ পৰ্ব্বতভেদ। ১৭ গ্রামের নাম । ১৮ প্লক্ষদ্বীপবাসী জাতিম্ভেদ । ১৯ তাক্ষোর পত্নীভেদ । পতঙ্গকবচ, হ্রদ, বিল, পুষ্করিণী প্রভৃতিতে এক প্রকার কীট দেখা যায়। উহাদের সাধারণ আকৃতি পতঙ্গের মত এবং উহাদের দেহ পতঙ্গের কবচের স্কার দৃঢ়কবচে আবৃত । ইংরাজিতে èststostw Eutromostraca qtrs I çfare (trilobites ), কালিগাস ( Categus ) প্রভৃতি জলজকাট এই শ্রেণীর অস্তগত । পতঙ্গম (পুং স্ত্রী ) পতন উৎপ্লবন সন্থ গচ্ছতি গম-খচু, মুম্‌চ । পক্ষী । স্ক্রিয়াং জাতিত্বাং উী । ২ শলভ । “অলক্ষিতোংশ্লেী পতিতঃ পতঙ্গমে যথা নৃসিংহৌজসি সোহমুরন্তদা।” ( ভাগ” ৭৮২৪ ) পতঙ্গ শব্দার্থ। পতঙ্গর (পুং ) পতঙ্গং পতনেন উৎপ্লবনেন গমনং অস্ত্যৰ্থে র। উৎপ্লবনস্বারা গতিযুক্ত । ( ঋক্ ৪।৪০২ ) পতঙ্গৰ্বত্ত (ত্রি ) পতঙ্গস্ত বৃত্তং ইব বৃত্তং যন্ত। ১ পতঙ্গের ভায় আচারবিশিষ্ট । ২ পতঙ্গের আচরণ। श्रीरङक्र (ईौ ) > अत्र । (निषझे.) २ ननौविरलय । পতঙ্গিক (স্ত্রী ) পতঙ্গ-স্বল্পার্থে সংজ্ঞায়াং বা কন, স্ক্রিয়াং টাপ্‌ ভাত ইত্থং। মধুমক্ষিকাবিশেষ। পূর্ধ্যায় পুত্রিকা।