পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী هنا निtष्ठ ब्रांखौ झईएलन नां । इडां* इहेब कणिकांडांइ फिब्रिङ्गाँ জালিতে হইল। শেষে আমার কাঠগোলার মনিব নরেনবাবুকে ধরিলাম। তিনি অতি সংপ্রকৃতির লোক, জামাকে অতিশয় স্নেহের চক্ষে দেখিতেন, এবং বিশ্বাসও করিতেন খুব। তিনি নিজেই উক্ত ছ'হাজার টাকা আমার নামে জমা দিয়া বড়লে (খুলনা) কেরোলিন এজেন্সী লইলেন। ঐ এজেন্সী বখরাদারীতে ( partnership ) চলিবে এইরূপ স্থির হয়। প্রথম ৫,৬ মাস ব্যবসা ভাল চলে নাই । কারণ, কোথায়ও এজেন্সী হইলে স্থানীয় দোকানদারগণের অসুবিধা । দোকানদারগণ কেহই মাল লইবে না—সিদ্ধাস্ত করিয়া একজোট হইয়া কমিটী করে। আমি কিছু কমিশন ছাড়িয়া দিয়া কৌশলে উক্ত কমিটী হইতে ২৩ জন দোকানদারকে ভাঙ্গাইয়া লইলাম। তাহাতে অন্যান্য সকলে মনে করিল, “তাইতে, ইহার কয়েকজন সুবিধা ভোগ করিতেছে, আমরা কেন তবে লোকসান করিতেছি।” তখন সকলেই আমার নিকট হইতে মাল লইতে আরম্ভ করিল। ব্যবসায়ও একপ্রকার ভালই চলিতে লাগিল। কিন্তু মফঃস্বল হইতে টীন-বস্ত ভৰ্ত্তি করিয়া রেল ও ষ্টীমারযোগে কাচা টকা, রেজকী, কলিকাতায় আমদানী হইতে দেখিয়া আমার কলিকাতাবাসী মনিব ভীত হইয়া পড়িলেন—কি জানি যদি কোন সময় কলিকাতায় আসিবার পথে উক্ত টাকা চোর-ডাকাত কর্তৃক অপহৃত হয়,তবে ক্ষতিগ্রস্ত হইতে হইবে। এজন্য র্তাহারা উক্ত ব্যবসায়-ত্যাগের সঙ্কল্প করিলেন । আমি বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলাম। চলতি ব্যবসায় ছাড়িতে হইবে ভাবিয়া ভারী দুঃখ হইল। আমি আবার দেশে চলিয়া গেলাম। এবার অবস্থার একটু পরিবর্তন লক্ষ্য করিলাম। বুঝিলাম ব্যৱসায় আরম্ভ করিয়া দেশের মধ্যে আমার একটু নাম প্রচার হইয়া গড়িয়ছে। কাজেই মহাজনের দু'হাজার টাকার দলিল লইয়া টাকা