পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী سايعالج চেয়ে ‘মুখী-পরিবারের আরাম-শয়নে ব্যাঘাত না জন্মানোই বুদ্ধি মানের কাজ । ওরণ আমার আমরা মার্কিন ধনকুবের মি: হেনরী ফোর্ড র্তাহার ৭৪ তম জন্মতিথি উপলক্ষে বলিয়াছেন, "আজ জন্মদিন উপলক্ষে আমাকে আমার বয়সের কথা যদি স্মরণ করাইয়া না দেওয়া হইত, তবে আমার যে এত বয়স তাহা আমার মনেই হইত না। পৃথিবীতে মানুষের কখনও কাজের অভাব হয় না, মানুষ বেকার থাকিতে পারে না । কাজ অফুরন্ত, কিন্তু কেহ তাহার দিকে দৃকপাত করে না বলিয়াই বলে “কাজ নাই” “কাজ নাই” । সকলেই চাকুরী চায়, কাজ কেহ চায় না। দেশে নেতৃস্থানীয় উপযুক্ত লোক থাকিলে শিল্প-ব্যবসায়ে অনেক উন্নতি হইত, এবং সাধারণ লোকের কাজের অভাব হইত না।” আমেরিকার মত স্বাধীন এবং শিল্প-প্রধান ধনীর দেশে বসিয়া জগতের একজন বিখ্যাত ধনকুবেরের মুখে উল্লিখিত উক্তি শোভা পায় বটে ! কৰ্ম্মবহুল ধনী দেশের লোকমাত্রেই সংসারে দীর্ঘকাল বাচিয়া থাকিতে চায়—জীবন উপভোগের জন্য, কিন্তু আমাদের মত অভিশপ্ত, পরাধীন, অর্থহীন, কৰ্ম্মশূন্ত দেশের লোক,—অভাবের তাড়নায় যাহারা অবর্ণনীয় অবস্থায় আসিয়া পৌছিয়াছে, তাহারা বাচিয় থাকিতে চায় না । সৰ্ব্বদু:খহর মৃত্যুই তাহদের কাম্য। স্বাধীন ও পরাধীন দেশের লোকের জীবনের মধ্যে এই প্রভেদ ।