পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী & করিয়া বাঙালী জাতিকে ব্যবসামুখী করিবার চেষ্টা করা উচিত । বৰ্ত্তমান দিনে প্রতিযোগিতা নাই এমন কোন ব্যবসাই নাই । কাজেই ব্যবসায়ে একচেটিয়া লাভ করিবার দিন গিয়াছে। আজি অ-বাঙালীরা যখন আমাদের মুখের গ্রাস কাড়িয়া লইতেছে, তখন বাঙালীর মধ্যে যাহারা ব্যবসা করিতে ইচ্ছুক, তাহাদের প্রতি সহান্থভূতি প্রদর্শন করা আমাদের দেশীয় ব্যবসায়ীমাত্রেরই উচিত নহে কি ? বাঙালী ব্যবসায়িগণের পরস্পরের প্রতি এ জাতীয় সহানুভূতি থাকিলে অদূর-ভবিষ্যতে তাহাদের একটা সঙ্ঘবদ্ধ হইবার স্থযোগ আসিবে, তাহা হইলে অ-বাঙালী ব্যৱসায়ীদের ক্রমশঃ বাংলার ব্যবসাক্ষেত্র হইতে দূরে রাখা সহজসাধ্য হইবে। হুভিও মফঃস্বলের অনেক মোকামের বাঙালী ব্যবসায়ীর কলিকাতায় টাকা পাঠাইবার ব্যয় ও দায়িত্ব বাচাইবার জন্য মফঃস্বলস্থ অনেক অ-বাঙালী চালানী ব্যবসায়ীদের,—পাট, ধান, লঙ্কা, হলুদ প্রভৃতি খরিদের জন্য নিজেদের তহবিলের টাকা হাওলাত দিয়া থাকেন । অ-বাঙালী ব্যবসায়ীরা উক্ত হাওলাতি টাকা পরিশোধের জন্য তাহাদের কলিকাতাস্থ আফিসে কিংবা গদীতে উক্ত মহাজনের নামে একখানি হুণ্ডি লিখিয়া দেয়। ইহাতে একপক্ষে ঐ সমস্ত স্থানীয় ব্যবসায়িগণের সুবিধা আছে। কারণ, স্থানীয় ব্যবসায়িগণের তহবিল অধিকাংশ কাচ টাকা ও ও রেজগীতে পরিপূর্ণ থাকে। উহা বদলাইয়া নোট সংগ্ৰহ করিতে ন পারিলে ঐ সমস্ত নগদ টাকা ও রেজগী বস্তাবন্দী করিয়া সঙ্গে लहेब्रा कलिकांडांग्र यांना दिनब्झनक । कांएखहे होंनेौञ्च वादनंॉईंौबां অ-বাঙালী ব্যবসায়ীদের উপকারার্থে উহা প্রদান করেন না । ইহাতে উভয় পক্ষের যথেষ্ট স্ববিধা হয়। অ-বাঙালী ব্যবসায়ীদের