পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tు ব্যবসায়ে আমার উপর লোকের বিশ্বাস স্থাপিত হয়, এবং এজন্তই অনেকে জামার নিকট অনেক টাকা গোপনে গচ্ছিত রাখিতেন। এমন ফি, সেজন্য কেহ আমার নিকট কোন রলিঙ্গ পৰ্য্যন্ত লইতেন না। এইভাবে छांब्रिखन cणां८कब्र ७७२००९ छैॉक यांभांब्र निकt uक नभन्न गलिहङ থাকে। উহাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। এই দুইজনের ১৪,২•৭২ টাকা আমার নিকট ছিল। একজনের স্ত্রী-পুত্র ছিল না, ভ্রাতা ও ভ্রাতুষ্প ত্র ছিল। এই টাকা সম্বন্ধে মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনের কেহ কোন সংবাদ রাখিত না। প্রথমবারে যখন আমার নিকট এইরূপ ১৮,০০০ টাকা ছিল, তখন আমার নিজের মূলধন মাত্র ২৭° ১২ টাকা । আমার জনৈক বন্ধু আমাকে পরামর্শ দেন যে, আমি স্বেচ্ছায় ঐ টাকা না দিলে উহা কেহ আদায় করিতে পারিবে না, মামলা-মোকদ্দমায়ও আমার বিরুদ্ধে ডিক্ৰী হইবে না। বন্ধুর পরামর্শ প্রথমটা আমাকে ভাবাইয়া তুলিল—মনের মধ্যে দুইদিন পর্য্যস্ত আমার স্বমতিকুমতির দ্বম্ব চলিতে লাগিল। কিন্তু আমি চিন্তা করিয়া দেখিলাম, এই ১৮ হাজার টাকা আত্মসাং করিলে, এখন লোকে আমাকে যে প্রকার বিশ্বাস করে, এপ্রকার বিশ্বাস আর করিবে না—মনে মনে ঘৃণা করিবে । অতি সামান্য দিন ব্যবসায়ে আমি ২৭০০ টাকা মূলধন সঞ্চয় করিয়াছি, ভাগ্যলক্ষ্মী কৃপা করিলে একদিম আমার লক্ষ টাকা উপার্জন হইতে পারে। এই ১৮ হাজার টাকার মায়ায় সমস্ত জীবনটাকে কলঙ্কিত করা কখনই ঠিক হইবে না। যেমনি এই সিদ্ধাস্ত স্থির হুইয়া গেল, আমি কালবিলম্ব না করিয়া পরদিনই সমুদয় টাকা পরিশোধ করিয়া দিলাম। মাথা হইতে যেন একটা গুরুভার নামিয়া গেল। এতদিন মনে মনে ষে , অস্বস্তি ও গ্লানি অমুভব করিতেছিলাম, তাহা আর রহিল না । ৬ : প্রথমবারের ১৮ হাজার টাকার লোভ যখন এমনি সংবরণ করিতে }:नक्रम इईलांभ, उiब्र"ब्र ♛कजप्नब्र »२ शंछांब छैक, ७क्छtनन्न 8 इोजॉब्र