পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী * কষ্টের দিনে ঐ সমস্ত কাজ করিতেও রাজী হয় যদি তাহারা মাল বিক্রয়ের জন্ত বিশ্বস্ত আড়তদার পায় । তখন আমার এ3থল বর্তমানে ব্যবসাক্ষেত্রে যে-প্রকার প্রতিযোগিতা চলিয়াছে, ১৫৷২০ বৎসর পূৰ্ব্বে তাহ ছিল না। তখন ধিনি যে ব্যবসায় আরম্ভ করিতেন, তাহাতেই তিনি দাড়াইতে পারিতেন। বাঙালীকে বস্তৃতা দিয়া ব্যবসায়ে ঠেলিয়া দিলেই কিছু রাশি রাশি লাভ হইবে না; প্রকৃত কাৰ্য্যকরী পন্থার নির্দেশ দিতে হইবে । একে বাঙালী জাতি ব্যবসায়ে অনভিজ্ঞ, তদুপরি হাতে তাহার মূলধন নাই। কাজেই বাঙালীকে ব্যবসামুখী করিতে হইলে জাতির পশ্চাতে এমন কোন শক্তিশালী সাহায্যকারী প্রতিষ্ঠান থাকা চাই, যারা এই জাতি ব্যবসাক্ষেত্রে প্রতিষ্ঠালাভ করিয়া বাঙালীর কৃতিত্ব প্রমাণ করিতে পারে।