পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায় শিক্ষা ও তাহার সময় কয়েকজন জুনিয়র উকিল কিছুদিন পূর্বে ব্যবসায় করিবেন স্থির করিয়া এই অভাজনের নিকট পরামর্শ জিজ্ঞাসা করিতে আসিয়াছিলেন । তাহাতে আমি বলিয়াছিলাম,—“দেখুন, আমার ধারণা বেমাৰ্ক' না হইলে ব্যবসায়ে সাফল্য অর্জন করা সম্ভব নহে। আপনারা বিশ্ববিদ্যালয়ের মার্কাধারী, আপনারা কি এখন দাড়ীপাল্লা হাতে ধরিয়া ব্যবসায় করিতে পারিবেন?” উত্তরে তাহারা বলিলেন, “আক্সে, তা সত্য। কিন্তু আমরা দাড়ীপাল্লার ব্যবসায় করিব না, ছাপাখানা খুলিব স্থির করিয়াছি । আমরা ৩৪ জনে মিলিয়া যথেষ্ট অর্ডার সংগ্ৰহ করিতে পারিব, অনেকে বিশেষ ভরসাও দিয়াছেন। ছাপাখানার কাজে একজন অভিজ্ঞ কৰ্ম্মচারী ও জনকয়েক কম্পোজিটর রাখিলে বেশ ভালভাবে কাজ চলিয়া যাইবে। আমরা শুধু অর্ডার সংগ্রহ, বিল প্রস্তুত করা—এই সমস্ত কাজ করিব । ইহাতে সৰ্ব্বদা উপস্থিত থাকার দরকার হইবে না, আদালতের কাজও আমাদের আটকাইবে না।” আমি তদুত্তরে বলিয়াছিলাম “বুঝিয়াছি, রথ দেখা ও কদলী-বিক্রয়—দুই-ই আপনার চান। তা’ মন্দ নয়। কিন্তু দেখুন, ছাপাখানার ব্যবসা আপনার যতটা সহজ বলিয়া মনে করিতেছেন, আমার বিশ্বাস তত সহজ নয়। আপনার যদি ডিগ্ৰী লইতে বিশ্ববিদ্যালয়ে না গিয়া গোড়া হইতেই কম্পোজিটরী শিক্ষা করিতেন, তাহা হইলে আমি বিশেষ আগ্রহের সহিত আপনাদের ভরসা দিতাম, এবং আমার বিশ্বাস, তাহা হইলে আমার নিকট আপনাদের পরামর্শ লইবারও আবখ্যক হুইত না। ぐ。