পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t:) ব্যবসায়ে বাঙালী ঐ সমস্ত মহাজন ও দালালের সাহায্যে বিনা মূলধনে বেশ উন্নতি করিয়া থাকে । আমাদের দেশে ব্যবসায়-শিক্ষার কোন প্রতিষ্ঠান নাই। স্বতরাং যাহারা ব্যবসা করিতে ইচ্ছুক, তাহীদের কিছুদিন ঘরের খাইয়া পয়ের ব্যাগার দেওয়া উচিত। যদি সে স্থবিধা সকলের না হয়, তবে অন্ততঃ কোন ব্যবসায়ীর কর্মচারীর নিকট কিছুদিন হিসাবপত্র রাখাটা শিক্ষা করিয়া লওয়া উচিত । ज्ञझोङल्ट=पञ्च विश्वब्रेtञ्म-ज्रञ्जुक्र= যিনি যে ব্যবসাই করুন, মহাজনের নিকট বিশ্বাস অর্জন করাই তাহার প্রধান লক্ষ্য থাকা উচিত। মহাজনের নিকট বিশ্বাস অর্জন করিতে পারিলে শীঘ্রই ব্যবসার পশার ও স্বনাম বৃদ্ধি পায়। ব্যবসায়ীর Payment, অর্থাৎ টাকাকড়ি আদান প্রদানের উপরই মহাজনের বিশ্বাস নির্ভর করে । মহাজনের কৰ্ম্মচারী টাকার তাগাদায় আসিলে, ষে-ব্যবসায়ী টাকা পরিশোধ করিতে বিলম্ব করে না, সেই ব্যবসায়ী স্বভাবতঃই মহাজনের বিশ্বাসী ও প্রিয়পাত্র হয় । এরূপ ব্যবসায়ীকে মহাজনেরা সৰ্ব্বদা সানন্দে সাহায্য করিয়া থাকে। সম্পূর্ণ টাকা পরিশোধের স্ববিধা না থাকিলে, পাওনার কতকাংশ অন্ততঃ দেওয়া উচিত। কোন মহাজনকে নির্দিষ্ট সময়ে তাহার টাকা বুঝাইয় দেওয়ার চুক্তি থাকিলে এবং সেই সময়ের মধ্যে কারবারের তহবিলে সম্পূর্ণ টাকা মজুত না থাকিলে, ধার করিয়াও প্রাপ্য টাকা শোধ করিতে হয়। তাহাতে কিছু স্বদ দিতে হইলেও, সেজন্ত পশ্চাৎপদ হইতে নাই । ইহাতে মহাজনের নিকট ব্যবসায়ীর পশার বৃদ্ধি পায়। মহাজনের চালানে বা বিলে প্রাপ্য টাকার অঙ্কপাতে কোন ভুল হুইলে, অর্থাৎ ভুল বশত: যদি স্তায্য টাকার অঙ্ক কম হইয়া থাকে, তাহা