পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3% ጴ ব্যবসায়ে নাঙালী পয়সার ভাত, দুই পয়সার তরকারি । পল্লী অঞ্চলের লোকের পক্ষে পল্পীর উৎপন্ন প্রব্যের চালানী ব্যবসায় করাই জুবিধা । উক্ত ব্যবসায়ে কলিকাতার মত ঘরভাড়া, লাইসেন্স প্রভৃতি খরচ নাই । ইহাতে লাভ যদিও সামান্ত থাকে, তাহা হইলেও মূলধন সমূলে ধ্বংসের ভয় নাই । সকলকেই কোন একটা নির্দিষ্ট মালের চালানী কাজ করিবার যুক্তি দেওয়া চলিতে পারে না। যাহার যে অঞ্চলে বাস, তাহাকে সেই অঞ্চলের উৎপন্ন জিনিসের চালানী কাজ করিতে হইবে। কিন্তু অভিজ্ঞতা অর্জন না করিয়া কোন ব্যবসায়েই হস্তক্ষেপ করা উচিত নহে। একটি ১৫১৬ বৎসরের মাড়োয়ারীর ছেলেকে স্বচারুরূপে কারবার চালাইতে দেখিয়া আমরা অবাক হইয়া যাই। কিন্তু উহাতে অবাক হইবার কিছুই নাই। মাড়োয়ারীর ছেলেরা অতি অল্প বয়স হইতে তাহাদের কারবারের গদী কিংবা দোকানে বসিয়া পাঠাভ্যাস করে । তাহীদের অভিভাবকেরা মাঝে মাঝে উহাদের দ্বারা মালের মূল্য নিৰ্দ্ধারণ করিতে বলে । তারপর অনুক্ষণ দেখাশুনা করিতে করিতে খরিদ-বিক্রয় সম্বন্ধেও তাহারা অভ্যস্ত হইয়া যায়। আমবা যদি কোনদিন ব্যবসায়ী হইয়া উঠিতে পারি, তবে মাড়োয়ারীদের মত আমাদের সস্তানগণও ঐভাবে শিক্ষিত হইয়া উঠিবে । पञांज्रडछन्हांन्छ পল্লী-অঞ্চলের লোকের চালানী ব্যবসার কথা যাহা উল্লেখ করিয়াছি, তাহাতে চালানী মাল বিক্রয়ের জন্য অনেক সময় কলিকাতার আড়তদারগণের উপর নির্ভর না করিলে চলে না । কারণ, মফঃস্বলের চালানী মাল আমদানী করিয়া বিক্রয়ের জন্য অস্তৃিতদারদিগের গুদামে উঠাইতে হয় । আড়তদার ঐ সমস্ত মাল বিক্রয় করিয়া নিজেদের আড়তদারী কমিশন বাদে অবশিষ্ট টাকা ব্যাপারীদিগকে