পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙালীর যৌথ-ব্যবসায় আমি এই প্রবন্ধে যৌথ-ব্যবসায়ের পরিচালন-নীতির ক্রটিগুলিই দেখাইব মাত্র। অর্থনৈতিক ভিত্তিতে (from the standpoint of Economics ) আলোচনা করিব না, কারণ তাহা আমার উদ্দেশ্য नम्रे । যৌথ-ব্যবসায় দুই প্রকার—বখ রাদারী এবং লিমিটেড কোম্পানী । একাধিক অংশীদারের মূলধন লইয়া কোন ব্যবসায় আরম্ভ করিলে তাহাকে বলে “বখরাদারী ব্যবসায়”। আর কোম্পানী রেজিষ্টারী করত: শেয়ার বিক্রয় দ্বারা মূলধন সংগ্ৰহ করিয়া ব্যবসায় আরম্ভ করিলে তাহার নাম হয় লিমিটেড কোম্পানী । গোড়গল্প গলদ এই উভয় প্রকারের ব্যবসায়েই বাঙালী উল্লেখযোগ্য কোন উন্নতি দেখাইতে পারে নাই। শিক্ষিত-সম্প্রদায় সাধারণতঃ লিমিটেড, কোম্পানীই করেন—বখরাদারী করেন না, করিলেও তাহা বেশীদিন স্থায়ী হইতে দেখা যায় না। বরং যাহারা অশিক্ষিত, তাহাদের দুই । একটি বখ রাদারী কারবার স্থায়িভাবে চলিতেছে দেখিতে পাওয়া যায়। ইহার কারণ অংশীদারগণের যার যার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির মনোভাব লইয়া বখরাদারী ব্যবসায় পরিচালিত হইলে কখনই তাহার উন্নতি । সম্ভবপর হয় না। প্রথমত দেখা যায় বখরাদার কারবারের অংশীদারগণ যে-সব নিয়ম-প্রতিপালনের অঙ্গীকারে ব্যবসায় আরম্ভ করেন, কিছুদিন পরে আর তাহা বজায় থাকে না। কারবারের ।