পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী ويقه لا সত্য সত্য কোন কাজ হইতেছে কিনা কিম্বা उधू क्रांकूर्द्रौ दर्थाब्र রাখিবার জন্ত তাহারা কতকগুলি মিথ্যা রিপোর্ট দিতেছেন, ইহা পরীক্ষার জন্ত সেই অঞ্চলের বোডের সদস্যকে মাঝে মাঝে প্রকৃত অবস্থার অনুসন্ধান লইতে হইবে। নতুবা গবর্ণমেণ্টের পাবলিক ইনডাষ্ট্রীজ বিভাগ কর্তৃক বাংলায় যে প্রকার শিল্পোন্নতি হইয়াছে, এ ক্ষেত্রেও তাঁহাই হইবে । ইন্সপেক্টারগণকে ঐ সমস্ত চাষ-আবাদের হাতে-কলমে ( practical ) পরীক্ষা প্রদর্শন করিতে হইলে প্রথমাবস্থায় ডিষ্ট্রাক্টবোডকে জমীর সার খরিদের জন্য কিছু অর্থ ব্যয় করিতে হইবে। কারণ পরীক্ষার সফলতা না দেখিয়া চাষীরা নিজেদের কোন অর্থ উহাতে ব্যয় করিবে না। কৃষক-সম্প্রদায় যদি একবার ইহার স্বফল বুঝিতে পারে, তাহা হইলে নিশ্চয়ই তাহারা এই প্রণালী অমুসরণ করিবে । ইউরোপের সকল দেশেই কৃষি-উন্নতির জন্য গবেষণাগার আছে । তত্ৰত্য চাষীরা তাহদের জমীর মাটি উক্ত গবেষণারে লইয়া গেলে সেখানে উহা পরীক্ষা করিয়া, যে উপায়ে উক্ত জমীতে চাষ করিলে ভাল ফসল উৎপন্ন হইবে, তাহ বলিয়া দেওয়া হয়। ডিষ্ট্রক্টবোর্ড স্তানিটারী ইনেসপেক্টরগণের জন্য যে টাকা ব্যয় করেন, যদি উহা হ্রাস করিয়া কৃষি উন্নতিকল্পে কয়েক বৎসর কিছু টাকা ব্যয় করিয়া পরীক্ষা করেন, তাহা হইলে বাংলার কৃষিউন্নতির যথেষ্ট সাহায্য হইতে পারে। দেশে ভেজাল ও অখাদ্যবিক্রয় নিবারণকল্পে ডিষ্ট্রক্ট বোর্ড শুনিটার ইনস্পেক্টর নিযুক্ত করেন । কিন্তু বৰ্ত্তমানে পল্পী-অঞ্চলের লোক যে প্রকার শোচনীয় অবস্থায় দিন যাপন করিতেছে, তাহাতে তৈল, স্থত প্রভৃতি স্তানিটারী আইনের কোন জিনিস তাহারা ব্যবহার করিতেই পায় না । উক্ত আইনের কবলে পড়ে না এমন সব জিনিষ—যেমন