পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇ ব্যবসায়ে বাঙালী জাগে৷ কাওtলী বাংলায় অনেকগুলি কাপড়ের কল প্রতিষ্ঠিত হইয়াছে । তাহার কাপড় মন্দ নহে, দামও বেশী নয়। হয়তো প্রতি জোড়ায় দুই এক পয়সা বেশী হ’তে পারে । বাঙালীরা যদি ব্যক্তিগতভাবেও এই সমস্ত মিলের কাপড় খরিদ করে, তা হলে বাংলার মিলগুলি অচিরে উন্নতি করিতে পারে। কিন্তু বাঙালীর সে মনোবৃত্তি কোথায় ? ইহা আমি অনেক কাপড়ের দোকানে বসিয়া লক্ষ্য করিয়া থাকি । যে জাতির নিজের সংসারে কোন কর্তৃত্ব নাই, দেশের টাকা দেশে রাখিতে সামান্ত ত্যাগ ও সহানুভূতি নাই, বিদেশী পোষাকপরিচ্ছদে সজ্জিত হইয়া বাৰুগিরি করিতে যাহারা লজ্জিত বোধ করে না, সেই যুবক-সম্প্রদায় কি বাংলার ভবিষ্যৎ আশা-ভরসার স্থল ? আচাৰ্য্য পি, সি, রায় তাহার “অল্প সমস্তায় বাঙালীর পরাজয় ও তাহার প্রতিকার” পুস্তকে এ সম্বন্ধে বহু পরিশ্রমে বহু তথ্য সংগ্ৰহ করিয়া চোখে আঙুল দিয়া দেখাইয়াছেন। তাহার স্তায় বিজ্ঞ, দেশহিতৈষী লোকের কথায়ই যখন আমাদের যুবক-সম্প্রদায়ের সাড়া মিলিল না তখন ক্ষুদ্ৰাদপি ক্ষুদ্র আমি—আমার কথা কোথায় মিলাইয়া যাইবে, তাহার ঠিক নাই ।