পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

See ব্যবসায়ে বাঙালী স্বভাবতঃই কোনপ্রকার আন্তরিকতাও থাকে না । •fastw=\-efefta*n বুদ্ধিমান অংশীদার লইয়া ব্যবসায় করা অনেকটা সহজ । কিন্তু যেঅংশীদার নিজে কাজ বুঝে না, পরের পরামর্শ অনুযায়ী চলে, তাহাজের লইয়া যৌথ-কারবার পরিচালন বড়ই মুস্কিল। " যৌথ কারবারের খাতা-পত্র এমন পরিষ্কার থাকা দরকার যে, মালিকগণ ইচ্ছা করিলেই যেন তাহাদের দেনা-পাওনা আয়-ব্যয় সৰ্ব্বদ বুঝিয়া লইভে পারেন। যৌথ-কারবার পরিচালনে কতিপয় বিধিবদ্ধ নিয়ম থাকা দরকার । অংশীদার প্রত্যেকে একটা নির্দিষ্ট হারে মাসোহারা লইবেন । যদি কাহারও কোন সময় অতিরিক্ত টাকা লওয়ার দরকার হয়, অংশীদারগণের মত লইয়া তাহ করা উচিত। তিনি নিজেও কারবারের একজন মালিক বলিয়া, অন্য অংশীদারের মত লওয়া অনাবশ্যক মনে করিলে চলিবে না। অংশীদারগণের কাহারও নিজের আত্মীয়-স্বজনকে কারবারের কৰ্ম্মচারী হিসাবে না লওয়াই উচিত। যদিই কাহাকে প্রতিপালন করিবার দরকার হইয়া পড়ে, তবে অন্তান্ত অংশীদারের মত লইয়া তাহাকে নিযুক্ত করা উচিত এবং সেই আত্মীয়-কৰ্ম্মচারীর কার্ধ্যপৰ্য্যবেক্ষণের ভার নিজের হাতে না রাখিয়া অপর অংশীদারদের হাতে ছাড়িয়া দেওয়া উচিত। যৌথ-কারবারের • অংশীদারগণের সৰ্ব্বদা এরূপ বিবেচনার সঙ্গে চলিতে হইবে, যাহাতে পরস্পরের কার্ধ্যে ও ব্যবহারে পরস্পরের লেশমাত্র সন্দেহের অবকাশ না থাকিতে পারে । পুজি **Forfastão (Capitalist Partner) কোন কোন যৌথ-ব্যবসায়ে দেখা যায় কেহ মূলধন দিয়াছেন— কেহ শুধু ভাল ব্যবসা-পরিচালক হিসাবে বখরাদার হইয়াছেন।