পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী 聲 86 কিন্তু মাল বিক্রয় করিয়া দেওয়ার জন্ত যদি কোন দায়িত্বশীল প্রতিষ্ঠান না থাকে, তবে ঐ সমস্ত সামান্ত মূলধনের ব্যাপারীর প্রভূত অর্ধশালী ব্যৰসায়ীর প্রতিযোগিতার মুখে ক্ষণকালও তিষ্ঠিতে পারিবে না-- একেবারে মারা পড়িবে । লুপাল্লি আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায় তাহার “জীবন-সংগ্রামে বাঙালী" প্রবন্ধে লিথিয়াছেন যে, বরিশাল জেলায় প্রচুর স্বপারি পাওয়া যায়। অ-বাঙালীর ঐ সমস্ত স্বপারি খরিদ করিয়া নানা স্থানে চালান করে। কিন্তু বাঙালীরা কেহ ঐ ব্যবসায়ে হাত দেন না । তাহার একমাত্র কারণ, অ-বাঙালীরা ঐ সমস্ত মাল কোথায় কাহাদেব নিকট বিক্রয় করে, বাঙালীরা তাহার কোন সংবাদই বাথে না কিম্ব রাখিবার চেষ্টাও করে না। ঐ সমস্ত ব্যবসা চালাইবার মত উপযুক্ত ধনী যে এদেশে নাই তাহা বলা চলে না। কিন্তু তাহাবা হয়তো উহা ঝঙ্কাটু বলিয়া মনে করেন। কিন্তু যে দিনকাল পড়িয়াছে, তাহাতে ঝঞ্চাটু ভিন্ন অর্থাগমের পথ কোথায় ? আড়তদার কোম্পানী যদি ঐ সমস্ত স্থানে ব্রাঞ্চ ( শাখা ) আড়ত স্থাপন করেন, এবং স্থানীয় বেকার-সম্প্রদায় সামান্ত কিছু মূলধন লইয়া পল্পী-অঞ্চল হইতে স্বপারি খরিদ করিয়া ঐ সমস্ত আড়তে বিক্রয় করেন, দৈনিক ॥s, we বেশ উপার্জন হইতে পারে। বর্তমান বেকার-সমস্তার দিনে উহা কম লাভ নয়। কিম্বা আড়তদার কোম্পানী নিজেই যদি বরিশাল, নোয়াখালি অঞ্চলের স্বপারিগুলি খরিদ করিা একচেটিয়া করিয়া লইতে পারেন, তাহা হইলে উহা ভিন্ন স্থানে চালান না করিয়াও লাভ করিতে পারেন। যে সকল ব্যবসায়ীরা আজকাল ॐ दJदनां८ष्ट्र जिश्टुं श्रां८छ्, ७ांशांब्रां बांशा ट्झेब्राहे चॉक्लष्ठहोंग्रtक