পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (২) কোন চিকিৎসক যদি এইরূপ মনে করেন যে, তাহার চিকিৎসাধীন কোন ব্যক্তি মাদকাসক্ত এবং তজ্জন্য চিকিৎসার প্রয়োজন, তাহা হইলে তিনি মাদকাসক্ত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দিবেন এবং এই চিকিৎসার প্রয়োজনীয়তার কথা লিখিতভাবে মহাপরিচালককে অবহিত করিবেন। মাদক শুল্ক ১৮। (১) দ্বিতীয় তফসিলে উল্লিখিত হারে সকল প্রকার উৎপাদিত এ্যালকোহলের উপর মাদক শুল্ক নামে এক প্রকার শুল্ক আরোপ করা হইবে [: Q N তবে শর্ত থাকে যে, কোন উৎপাদিত এ্যালকোহল রপ্তানী করা হইলে উহার উপর উক্ত মাদকগুল্ক আরোপ করা হইবে না ।] ജ് -C(২) উপ-ধারা (১) এর অধীন আরোপিত শুল্ক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মহা-পরিচালক বা তদধীন কোন কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক আদায় করা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত খাতে উহা জমা করা হইবে। പ്പ് ধারা ৯ এর বিধান ১৯। (১) কোন ব্যক্তি নিম্ন টেবিলের কলাম (২) এ উল্লিখিত কোন জ্ঞানের দণ্ড মাদকদ্রব্য সম্পর্কে ধারা ৯ এর উপ-ধারা (১) বা (২) এর, চাষাবাদ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত বিধান ব্যতীত, কোন বিধান লঙ্ঘন করিলে, তিনি উক্ত মাদকদ্রব্যের বিপরীতে টেবিলের কলাম (৩) এ -ঠ টেলি ক্রমিক নং মাদকদ্রব্যের নাম দণ্ড N Cos ws) N হেরোইন, কোকেন (ক) মাদকদ্রব্যের পরিমাণ অনূর্ধ্ব ২৫ গ্রাম - এবং কোকা উদ্ভূত হইলে অনূ্যন ২ বৎসর এবং অনুর্ধর্ব ১০ - - মাদকদ্রব্য ... ... বৎসর কারাদণ্ড । - O (খ) মাদকদ্রব্যের পরিমাণ ২৫ গ্রাম এর উর্ধ্বে SA হইলে মৃত্যুদণ্ড অথবা যাবজীবন কারাদণ্ড । তে ২ পেথিডন, মরফিন ও (ক) মাদকদ্রব্যের পরিমাণ অনুর্ধ্ব ১০ গ্রাম N টেট্রাহাইড্রোক্যানাবিনল হইলে অনূ্যন ২ বৎসর এবং অনূর্ধর্ব ১০ Q বৎসর কারাদণ্ড । o (খ) মাদকদ্রব্যের পরিমাণ ১০ গ্রাম এর উর্ধ্বে o হইলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ।

  • কোলন (:) দাড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর শতাংশটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০

(২০০০ সনের ৩৯ নং আইন) এর ১১ ধারাবলে সংযোজিত।

  • “উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্রয়োগ ও ব্যবহার” কমাগুলি ও শব্দগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০০০

(২০০০ সনের ৩৯ নং আইন) এর ১২ ধারাবলে সন্নিবেশিত। 。 èst