পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8R মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ ৩৯। (১) এই আইনের অধীন অপরাধ তদন্তের ব্যাপারে মহা-পরিচালকের মহা-পরিচালক থানার ভারপ্রাপ্ত একজন কর্মকর্তার ক্ষমতা থাকিবে। ཕྱི་ཧྥུ་ཀྱེད་ཝ་ཨ་ཝམ་ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, মহা-পরিচালকের অধঃস্তন কোন কর্মকর্তাকে এই আইনের অধীন অপরাধ তদন্তের জন্য থানার ভারপ্রাপ্ত - একজন কর্মকর্তার ক্ষমতা প্রদান করিতে পারিবে। o Q, ৪০। (১) মহা-পরিচালক অথবা সরকার হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত পরোয়ানা জারীর ് মহা-পরিচালকের অধঃস্তন কোন কর্মকর্তা অথবা কোন প্রথম শ্রেণীর *" S ম্যাজিষ্ট্রেটের যদি এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে,- ് (ক) কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধ করিয়াছেন; N o, (*) এই আইনের অধীন অপরাধ সংক্রান্ত কেন বন্ধ বা উঃ প্রমাণের জন্ম ২৩ প্রয়োজনীয় কোন দলিল, দস্তাবেজ বা কোন প্রকার জিনিসপত্র কোন ৷ স্থানে বা ব্যক্তির নিকট রক্ষিত আছে; ൽ গ্রেফতার করিবার জন্য বা উক্ত স্থানে দিনে বা রাতে যে কোন সময় তল্লাশীর জন্য পরোয়ানা জারী করিতে পারিবেন। šo o (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত কোন পরোয়ানা যাহার নিকট পাঠানো সকল ক্ষমতা থাকিবে । e% ৪১। যদি ধারা ৩৬ এ উল্লিখিত কোন কর্মকর্তার এইরূপ বিশ্বাস করিবার প্রকাশ্য স্থান কারণ থাকে যে কোন প্রকাশ্য স্থানে বা কোন চলমান যানবাহনে- " (ক) এই আইনের পরিপন্থী কোন মাদকদ্রব্য বা বাজেয়াপ্তযোগ্য কোন বস্তু বা এই আইনের অধীন কোন অপরাধ প্রমাণের সহায়ক কোন দলিল দস্তাবেজ রক্ষিত আছে, তাহা হইলে, তাহার অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া, তিনি উক্ত মাদকদ্রব্য, বস্তু বা দলিল দস্তাবেজ তল্লাশী ':::::: § আছেন, তাহা হইলে তাহার অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া, তিনি তাহাকে আটক করিয়া তল্লাশী করিতে পারিবেন এবং তাহার নিকট দফা (ক) এ উল্লিখিত মাদকদ্রব্য, বা বস্তু বা দলিল দস্তাবেজ পাওয়া গেলে তাহাকে গ্রেফতার করিতে পারিবেন।

  • & CŞ ৪২। এই আইনের ভিন্নরূপ কিছু না থাকিলে, এই আইনের অধীন জারিকৃত তল্লাশ ইত্যাদির

সকল পরোয়ানা এবং সকল তল্লাশী, গ্রেফতার ও আটক এর ব্যাপারে Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) ET ft TI SEFET-İ করা হইবে।