পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Go বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট আইন, S$$o ১৯৯০ সনের ২৮ নং আইন [১৩ ফেব্রুয়ারি, ১৯৯০] বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট স্থাপনকল্পে S প্রণীত আইন। ് যেহেতু বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট নামে <o" একটি ট্রাষ্ট স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; & ve সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- o ১। (১) এই আইন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুমণ্ডশিরোনামা ও ট্রাষ্ট আইন, ১৯৯০ নামে অভিহিত হইবে। o প্রবতন N (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ভেলি দল সেই তারিখে এই আইন বলবৎ হইবে। o o ২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- সংজ্ঞা (ক) “কৰ্মচারী” অর্থ বেতন বাবদ সরকারী অনুদান গ্রহণকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত কোন কর্মচারী; (খ) “ট্রাষ্ট” অর্থ এই আইনের অধীন গঠিত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট; C (*) “ প্ৰবন্ধন ཨ་ཙཱ་ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; © (ঘ) "বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান" অর্থ মধ্যমিক স্কুল, কলেজ, দাখিল ও ২তদূর্ধর্ব পর্যায়ের মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, যাহার শিক্ষক ও কর্মচারীগণের আংশিক বেতন-ভাতা সরকার কর্তৃক প্রদত্ত হয়;] S. o (ঙ) “বোর্ড” অর্থ এই আইনের অধীন গঠিত ট্রাষ্টী বোর্ড; -- N. (চ) “শিক্ষক” অর্থ বেতন বাবদ সরকারী অনুদান গ্রহণকারী বেসরকারী -് শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত কোন শিক্ষক।

  • দফা (ঘ) বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ২৬ নং

আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।