পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আইন, ১৯৯০ ՆԳ (২) কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার ৪। কর্তৃপক্ষের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- ཝ་ཙཱ་ན་དང་ཝ་ཝ་ཧྥ་ཤི་ཚེ་ (ক) বৃহত্তর ঢাকা এলাকায় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ ও বিক্রয় এবং এতদসংক্রান্ত স্থাপনা ও ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ;] o (খ) গ্রাহকদের নিকট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সংগে সম্পর্কিত উন্নয়নমূলক , -1 o, কর্ম সম্পাদন এবং ႏိုင္ၾိ နုိ পরিকল্পনা প্রণয়ন এবং সরকারের অনুমোদনক্রমে উহার বাস্তবায়ন । o (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বৃহত্তর ঢাকা এলাকায় ১৩২ কেভি বিদ্যুৎ লাইন বা উপকেন্দ্র হইতে শুরু করিয়া নিম্নতর কেভি লাইন বা উপকেন্দ্র ༧༦༣agང་༡༢༢༧༥ ཨ་༢༣:༢༧༦༠ལྷག་དང་། ཥ ༦ ཐའ་མར་ཧྲང་མ། (ঘ) উপরি-উল্লিখিত কার্যাদির সম্পূরক ও প্রাসংগিক अनाने केई সম্পাদন | & (S) একজন সোমান এক জকি তিনজন সদস্যসময় কর্তৃপক্ষ কর্তৃপক্ষের গঠন গঠিত হইবে। ര് co (২) চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (b) চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন।

  • > يناير لام لام ۶یر (৪) চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ কর্তৃপক্ষের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং তাহারা বিধি দ্বারা বা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ক্ষমতা প্রয়োগ বা

কার্য সম্পাদন করবেন। ৬। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কর্তৃপক্ষ উহার সভার কর্তৃপক্ষের সভা কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে । -Co - ং (২)কর্তৃপক্ষের সভার তারিখ সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে। -് (৩) নূ্যনতম দুইজন সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষের সভায় কোরাম গঠিত হইবে। দফা (ক) ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০০১ (২০০১ সনের ২৪ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।