পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬। কন্ট্রাক্ট অনুসারে প্রাপ্য আদায়যোগ্য বিল (Bills for collection being bills receivable as per contract) (ক) বাংলাদেশে : (খ) বাংলাদেশের বাহিরে : ৭। অন্যান্য দায় :- * ৮। কন্ট্রাক্ট অনুসারে পরিগৃহীত, পৃষ্ঠাঙ্কিত ও অন্যান্য দায় (Acceptances. Endorsements, and other obligations per contract) : NON് - (খ) আদায়যোগ্য বলিয়া বিবেচিত এমন সব ঋণ যাহা সম্পর্কে ব্যাংক কোম্পানী ব্যক্তিগত জামানতপ্রাপ্ত হইয়াছে’- ২১ (গ) আদায়যোগ্য বলিয়া বিবেচিত এমন সব ঋণ যাহা সম্পর্কে দেনাদার ছাড়াও অন্য এক বা একাধিক ব্যক্তির ব্যক্তিগত জামানতপ্রাপ্ত হইয়াছে:(ঘ) অনাদায়যোগ্য বা সন্দেহমূলক ঋণ যাহা সম্পর্কে কোন ব্যবস্থা গৃহীত হয় নাই :- സ്പ (ঙ) ব্যাংক-কোম্পানীর কোন পরিচালক বা কর্মচারী কর্তৃক গৃহীত, বা অন্য কোন ব্যক্তির সহিত যৌথ বা একক দায়িত্বের ভিত্তিতে উক্ত পরিচালক বা কর্মচারী কর্তৃক গৃহীত, এইরূপ ঋণ যাহাতে উক্ত পরিচালক বা কর্মচারী কোন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক বা অংশীদার বা ব্যবস্থাপনা প্রতিনিধি হিসেবে বা কোন প্রাইভেট কোম্পানীর সদস্য হিসেবে স্বার্থ সংশ্লিষ্ট :-) o, (চ) সংশ্লিষ্ট বৎসরে ব্যাংক-কোম্পানীর কোন পরিচালক বা কোন কর্মচারীকে -প্রদত্ত, বা অন্য কোন ব্যক্তির সহিত উক্ত পরিচালক বা কর্মচারীর একক বা যৌথ দায়িত্বে প্রদত্ত সাময়িক অগ্রিমসহ সকল অগ্রিমের মোট ് পরিমাণ: ৯। লাভ ও ক্ষতি :- o (ছ) সংশ্লিষ্ট বৎসরে ব্যাংক-কোম্পানীর কোন পরিচালক বা কর্মচারীকে o o so (ক) বিগত ব্যালান্সশীট মোতাবেক লাভ :- o ū’īGTSF (Less appropriation) Qo ་། །འ་ནི། ། ཅི་ © o so ஆலி অনুমোদিত, বা অন্য কোন ব্যক্তির সহিত উক্ত পরিচালক বা কর্মচারীর একক বা যৌথ দায়িত্বের ভিত্তিতে অনুমোদিত, সাময়িক অগ্রিমসহ সকল প্রকার অগ্রিম, যাহাতে উক্ত পরিচালক বা কর্মচারী কোন ব্যবসা প্রতিষ্ঠানের বা প্রাইভেট কোম্পানীর পরিচালক, অংশীদার বা ব্যবস্থাপনা প্রতিনিধি হিসাবে স্বার্থ সংশ্লিষ্ট : (জ) অন্যান্য ব্যাংক-কোম্পানীর নিকট হইতে প্রাপ্য অর্থ : & of Wolfo cross WIMRIGI’s foot (Bills receivable being bills for collection as per contract): 3.