পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ Գo খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ অন্য কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন এবং এই প্রকার প্রত্যেকটি আদেশ এইরূপ কার্যকর হইবে যেন উক্ত নিয়োগদান ও ব্যবস্থা গ্রহণ এই আইনের বিধান অনুসারে করা হইয়াছে। ক্রান্তিকালীন বিধান ৬৩। এই আইনে বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহাই থাকুক না NQ কেন, এই বিশ্ববিদ্যালয় যতদিন পর্যন্ত না খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এলাকায় ് অন্যান্য শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠানসমূহের উপর উহার কর্তৃত্ব ও এখতিয়ার প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ না করে ততদিন পর্যন্ত উক্ত মহাবিদ্যালয়, ইনস্টিটিউট ও শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের উপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ও এখতিয়ার অব্যাহত থাকিবে। N & তফসিল ve দিলর মস১ি সংজ্ঞা ১। বিষয় বা কালপলি লেন্থিাবলি এই সংবিধিতে, (ক) aআইন” অর্থ খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৫৪ নং আইন)। ം് `-- * (খ) “কর্তৃপক্ষ", কর্মকর্তা", “অধ্যাপক”, “সহযোগী অধ্যাপক”, “সহকারী অধ্যাপক”, “প্রভাষক” এবং “রেজিষ্টারভুক্ত গ্রাজুয়েট” অর্থ যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, কর্মকর্তা, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েট। o স্কুল অব ষ্টাডিজ ২। (১) কোন স্কুল অব ষ্টাডিজ উহার ডীন এবং উহার অন্তর্ভুক্ত ডিসিপ্লিনসমূহের সকল শিক্ষক সমন্বয়ে গঠিত হইবে। -്യർ (২) প্রত্যেক স্কুলের নির্বাহী কমিটি থাকিবে তাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ༧ཞི་རྩ་མ་མ་། ལྷ་ལ་རྨ་ S (ক) ভীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; இ. (খ) স্কুলের অনধিক পনর জন অধ্যাপক, যাহারা, সম্ভব হইলে, ভাইস§ চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে নিযুক্ত হইবেন; o (গ) স্কুলের ডিসিপ্লিনের প্রধানগণ; & (ঘ) স্কুলের জন্য নির্দিষ্ট বিষয়গুলির সাত জন শিক্ষক, যাহারা একাডেমিক Q কাউন্সিল কর্তৃক নিযুক্ত হইবেন; (ঙ) স্কুলের বিষয় নয়, অথচ একাডেমিক কাউন্সিলের মতে স্কুলের বিষয়ের সহিত গুরুত্বপূর্ণভাবে সম্পর্কযুক্ত এমন বিষয়ের তিন জন শিক্ষক, যাহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক নিযুক্ত হইবেন এবং