পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>\○8 নদী গবেষণা ইনষ্টিটিউট আইন, ১৯৯০ ১৯৯০ সনের ৫৩ নং আইন [৩১ জুলাই, ১৯৯০] 。 নদী গবেষণা ইনষ্টিটিউট স্থাপনকল্পে প্রণীত আইন। ് যেহেতু নদী গবেষণা ইনষ্টিটিউট নামে একটি ইনষ্টিটিউট স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; o ് সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- <Soo সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন নদী গবেষণা ইনষ্টিটিউট আইন, ১৯৯০ নামে অভিহিত হইবে। সংজ্ঞা ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে (ক) “ইনষ্টিটিউট” অর্থ এই আইনের ক্রুত স্থাপত নদীগবেষণা ইনষ্টিটিউট; (খ) “চেয়ারম্যান” অর্থ ইনষ্টিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান; (গ) “বোর্ড” অর্থ ফজিরপরিচালনা বোর্ড; (ঘ) “རྩཤa:ཨ་ཧྥུའུ་অর্থ ইনষ্টিটিউটের মহা-পরিচালক: (ঙ) "সদস্য” অর্থ বোর্ডের সদস্য। o নদী গবেষণা ৩। (১) এই আইন বলবৎ হইবার পর, যতশীঘ্র সম্ভব, এই আইনের ইনষ্টিটিউট নামে একটি ইনষ্টিটিউট স্থাপন করবে। (২) ইনষ্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি S. রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং উহার নামে উহা মামলা দায়ের © করিতে পারিবে বা উহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে। ইনষ্টিটিউটের প্রধান ৪। ইনষ্টিটিউটের প্রধান কার্যালয় ফরিদপুর থাকিবে এবং উহা ਾਂ প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, যে কোন স্থানে শাখা কার্যালয় sò স্থাপন করিতে পারিবে। CŞ পরিচালনা ও প্রশাসন ৫। (১) ইনষ্টিটিউটের পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ইনষ্টিটিউট যে সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিতে পারিবে বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পরিবে।