পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৯ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ ১৯৯১ সনের ১৪ নং আইন [8 মে, ১৯৯১] NONব্যাংক-কোম্পানী সম্পর্কিত বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন। - ് যেহেতু ব্যাংক-কোম্পানী সম্পর্কিত বিধান প্রণয়ন করা সমীচীন ও SS প্রয়োজনীয় সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ് প্রথম খণ্ড ... . .*e)^ প্রারম্ভিক ് ১। (১) এই আইন ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ নামতিয়েo সংক্ষিপ্ত শিরোনামা (২) ইহা ২৪শে ফেব্রুয়ারী, ১৯৯১ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। &o o ২। এই আইনের বিধানাবলী, উহাতে ভিন্নরূপ কিছু না থাকিলে, কোম্পানী অন্যান্য আইনের আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) সহ আপাততঃ বলবৎ অন্য কোন " আইনের অতিরিক্ত, এবং উহার হানিকর নয়, বলিয়াগ হবে। o ৩। এই আইনের কোন কিছুই সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সমবায় ব্যাংক ও সনের ৪৭ নং আইন) অথবা সমবায় ব্যাংক সম্পর্কিত আপাততঃ বলবৎ অন্য "কি কোন আইনের অধীন নিবন্ধীকৃত কোন সমবায় ব্যাংক ও অন্যান্য আর্থিক ੰਮ o তবে শর্ত থাকে যে, ধারা ৪৪ এবং ৪৫ এর অধীন ব্যাংক-কোম্পানী যেভাবে তদন্ত করা হয় বা উহাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক একইভাবে যে কোন সমবায় ব্যাংকের তদন্ত করিতে, এবং ঐ সকল ব্যাংক-কে নির্দেশ দিতে পারিবে। o ৪। (১) বাংলাদেশ ব্যাংক হইতে এতদুদ্দেশ্যে প্রেরিত আবেদন বিবেচনা আইনের প্রয়োগ স্থগিত করিয়া সরকার যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, এই আইনের সকল বা কোন **" निनिंछ বিধানের প্রয়োগ কোন বিশেষ ব্যাংক-কোম্পানীর ক্ষেত্রে স্থগিত রাখা

  • o -് * “কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীগুলি “Companies Act, 1913 (VII of 1913)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
  • "সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীগুলি "Cooperative Societies Ordinance, 1984 (I of 1985)” “soft, où, wi&sigfi S offeford পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ১১ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।