পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$8 বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ (গ) “বাড়ী” অর্থ কোন দালান বা দালানের অংশবিশেষ বা কোন কাচা ঘর বা ঘরের অংশবিশেষ, যাহা আবাসিক বা অনাবাসিক বা উভয় উদ্দেশ্যে আলাদাভাবে ভাড়া দেওয়া হইয়াছে বা ভাড়া দেওয়ার ইচ্ছা করা হইয়াছে, এবং তৎসংলগ্ন বাগান, উঠান ও কাছারী ঘরও ইহার অন্তর্ভুক্ত হইবে: (ঘ) “মানসম্মত ভাড়া” অর্থ এই আইনের অধীন নির্ধারিত বা নির্ধারিত o বলিয়া গণ্য মানসম্মত ভাড়া; èst o (ঙ) "ভাড়াটিয়া” অর্থ কোন ব্যক্তি যাহার দ্বারা বা যাহর পক্ষে কোন বাড়ীর GFÜ SIFT ATTRI EI “FR Code of Civil Procedure, 1908 (V of 1908) এ সংজ্ঞায়িত আইনগত প্রতিনিধি (Legal representative) এবং ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পর ও বাড়ী দখলকার কোন ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে ২০ (চ) "ভাড়া” অর্থ বাড়ী ভাড়া; & o (ছ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি। NO o নিয়ন্ত্রক ইত্যাদি ৩। (১) এই আইন দ্বারা বা উহার অধীন নিয়ন্ত্রকের উপর অপিত ক্ষমতা বাজিক কেন এলাকার জন্ম কল্পিত করতে পাবে। (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন ব্যক্তিকে কোন এলাকার জন্য অতিরিক্তনিয়ন্ত্রক কিবা উপ-নিয়ন্ত্রক নিযুক্ত করতে পরিবে। ད།། (৩) নিয়ন্ত্রক তাহার যে সমস্ত দায়িত্ব অতিরিক্ত নিয়ন্ত্রক বা উপ-নিয়ন্ত্রকের নিকট অর্পণ করিবেন তাহারা কেবল সেই সকল দায়িত্ব পালন করিবেন এবং এই দায়িত্ব পালনে অতিরিক্ত নিয়ন্ত্রক বা উপ-নিয়ন্ত্রক, উপ-ধারা (৪) এ উল্লিখিত बाहतवाडी,सािझ्यकाव्यवस्था এবং দায়িত্ব পালন করিবেন। (৪) নিয়ন্ত্রকക്ക് S (ক) তাহার নিকট নিম্পন্নাধীন যে কোন মামলা নিম্পত্তির জন্য অতিরিক্ত o নিয়ন্ত্রক বা উপ-নিয়ন্ত্রকের নিকট হস্তান্তর করিতে পারিবেন, অথবা o (খ) অতিরিক্ত নিয়ন্ত্রক বা উপ-নিয়ন্ত্রকের নিকট নিম্পন্নাধীন যে কোন o মামলা প্রত্যাহার করিয়া উহা নিজেই নিম্পত্তি করিতে পারিবেন বা so নিম্পত্তির জন্য অন্য কোন অতিরিক্ত নিয়ন্ত্রক বা উপ-নিয়ন্ত্রকের নিকট & হস্তান্তর করিতে পারিবেন। Q কতিপয় দরখাস্তের ৪ । (১) এই আইনের অধীন নিয়ন্ত্রকের নিকট পেশকৃত প্রত্যেকটি চূড়ান্ত শুনানী দরখাস্তের শুনানী তিন মাসের মধ্যে সম্পন্ন করিতে হইবে।