পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৮৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. পর্তুগাল পশ্চিমকুল ৪•• মাইল ও দক্ষিণ ১•• মাইল। দক্ষিণ-পশ্চিম কুলে সেন্ট-তিন্সেণ্ট এবং পূৰ্ব্বদক্ষিণে সেন্ট-মেরিয়া অন্তরীপদ্বয় বর্তমান। পশ্চিমকুলস্থ স্থানের ভূমি পৰ্ব্বতাকীর্ণ ও পূৰ্ব্বভাগে সমতলক্ষেত্র সকল বিদ্যমান আছে। সেন্ট-ভিক্সেণ্ট হইতে সিরা-ডি-মঞ্চিক নামক পৰ্ব্বতশ্রেণী শাখা বিস্তার করিয়া ক্রমান্বয়ে উত্তরমুখে সেতুবল হ্রদ পর্যন্ত আসিয়া পুনরায় সমতলক্ষেত্রে পরিণত হইয়াছে। উপকূলভূমি এইরূপ পৰ্ব্বতবেষ্টিত খাকাঙ্গ দৃঢ়, উচ্চ ও শক্ৰকর্তৃক দুর্ভেদ্য বলিয়া বিবেচিত। এই হ্রদের উত্তর-পশ্চিমভাগে আবার সিরা-ডি এরাবিড দেখা দিয়াছে, ইহার শেষসীমায় এম্পিচেল নামক আর একট অস্তরীপ। অতঃপর টেগস্ নদীর মোহানা পর্যন্ত ভূভাগ প্রায় সমতল, কিন্তু উক্ত নদীর অপর পারে, লিস্ৰন্‌নগরের উত্তর এবং পশ্চিমাংশে সিণ্ট, মাফ, টোরিস্-ভেড়ি প্রভৃতি গিরিশ্রেণী ইতস্ততঃ বিক্ষিপ্ত রহিয়াছে। এই সকল পৰ্ব্বতের শেষসীম। পর্তুগালের সর্বপশ্চিম সীমাস্তে কারো-ডি-রোক নামক গিরিশৃঙ্গে জাসিয়া মিলিয়াছে। টেগ নদী ও সমুদ্রতীরের মধ্যবর্তী পৰ্ব্বতসমূহের মধ্যে মধ্যে উপত্যকাভূমি সকল বিরাজমান দেখা যায়। উত্তরাভিমুখী পৰ্ব্বতরাজির অন্তঃসীমায় পেনিক নামক প্রায়োদ্বীপ। এস্থান হইতে মণ্ডেগোনদীমুখ পৰ্য্যস্ত স্থান উচ্চ ও নিম্ন। মণ্ডেগো নদীর উত্তরাংশে মণ্ডেগো অন্তরীপ পৰ্য্যন্ত সিরা-ডি অলকোবা নামক পৰ্ব্বত শোভমান। এখান হইতে ডুরে নামক নদীতীর পর্যন্ত ভূমি বালুকাময়, সমতল ও জলাদিতে পূর্ণ। অতঃপর মিন্‌ছে নদী পর্যন্ত ভূমি উচ্চ ও পৰ্ব্বতময় ৷ ইত্যাদি নান কারণে পর্তুগালের উপকূলভূমি এতই বিপদজনক যে, একথানি ক্ষুদ্র বোট লই অল্পায়াসে ইছার বন্দরাদিতে প্রবেশ করিতে পায়া যায় না। সমুদ্র হইতে বাত্যসংযোগে উদ্বেলিত জলরাশি বেলাভূমিতে আহত হইয়৷ ভীষণ আকারে ফেনসহ উচ্ছসিত হয়। শীতকালে দক্ষিণবায়ু বহিলে সমুদ্রোপকূল অপেক্ষাকৃত ভয়াবহ বোধ হয়, এই সময়ে বন্দরে প্রবেশকারী নৌকাযাত্রীর প্রাণ সৰ্ব্বদাই সংশয়াপন্ন হইয়া থাকে। প্রকৃত প্রস্তাবে পর্তুগাল রাজ্যে সমতলক্ষেত্র অতি বিরল। উত্তরপ্রদেশসমূহে পিরিলিজ-পৰ্ব্বতশ্রেণীর শাখাপ্রশাখা ব্যাপ্ত এবং দক্ষিণদিকে বিষ্কৃত পৰ্ব্বতশ্রেণী স্পেনরাজ্যের সিয়া-মোরেন। (Sierra Morena ) atmo *lot*# "foi atu, 1 FR3 পর্তুগালরাজ্যে কেবলমাত্র ইট বৃহদাকার সমতলক্ষেত্র দেখা যায়। প্রথমটা অলেটেজে প্রদেশে এবং অপরটা জলেম্টেজে ইস্টীয়-মন্থরা প্রদেশদ্বয়ের মধ্যে অবস্থিত। বেইরা প্রদেশেও অপর একট ক্ষুদ্রাকার সমতলভূমি আছে, তাং ভোগা নদীর [ 88 ] পর্তুগাল মোহান হইতে দেশাভ্যন্তরে বিস্তৃত। পৰ্ব্বতবহুল ছওয়ায়, এখানে উপত্যকার সংখ্যাও অনেক । যেস্থান দিয়া মণ্ডেগে৷ নদী প্রবাহিত, সেই উপত্যকাটা সৰ্ব্বাপেক্ষ বৃহৎ, স্বর্য ও श्रृंशशुtभठ । সাধারণ জলবায়ু উষ্ণ হইলেও, মধ্যস্পেনের হার কখনও এখানে জলাভাব বা উষ্ণাধিক্য লক্ষিত হয় না। অত্যন্ত শীতের সময় লিস্বৰ্ণনগরে ৬১%৩ উত্তাপ পাওয়া যায়। সমুদ্রতীর পৰ্ব্বতমালা-পরিবেষ্টিত থাকায়, সময় সময় এখানে জলবায়ুর প্রভাবের বৈলক্ষণ্য ঘটে। উত্তরাংশবর্তী পাৰ্ব্বতীয় জেলাসমূহে শীতকালে শতাধিক্য ও তুষারপাত হয়, কিন্তু দক্ষিণে শীত ক্ষণস্থায়ী এবং তুষারপাত মোটেই হয় না। গরমের সময় এ স্থানে এতাদৃশ উত্তাপ পরিলক্ষিত হয় যে, শীতপ্রধান দেশবাসীরা এখানে বাস কষ্টকর বিবেচনা করে। এপ্রিল হইতে অক্টোবর মাস পর্য্যন্ত রাজ্যের পশ্চিমাংশে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানকার উচ্চভূমি স্বাস্থ্যকর, কিন্তু নিম্ন অথবা লবণাক্ত জলাসমূহের নিকটবর্তী স্থান ততদুর স্বাস্থাপ্রদ নহে। জমি বিশেষ উৰ্ব্বর হইলেও, চাষবাসের প্রতি লোকের ততদূর আগ্রহ নাই। এখানে গম, যব, যৈ, ছোল, পাট ও শণ উচ্চ জমিতে এবং নাবাল জমিতে চাউলের চাষ হয়। কমলানেবু, নেবু, ডুমুর ও বাদাম মধ্য ও দক্ষিণ প্রদেশে উৎপন্ন হয়। আজুরের চাষই পর্তুগীজদিগের প্রধান উপজীবিক ও পরিশ্রমজাত দ্রব্য। ডুরো নদীর উত্তরাংশে যে বিস্তৃত আঙ্গুরের গোল আছে, তথা হইতে আজুর-নিৰ্য্যাসে প্রস্তুত একপ্রকার উৎকৃষ্ট মদ্য অপটো ( Oporto ) নগর হইতে বিভিন্ন দেশে রপ্তানি হয়। এতন্নিবন্ধন এবং উৎকৃষ্টতাহেতু সাধারণের আগ্রহে এই মুরস ও স্বাস্থ্যকর মদ্য ‘পোর্ট” নামে খ্যাত। এখানে জৈতুন ফলের চাষ হয় বটে, কিন্তু তাহার তৈল ততদুর উৎকৃষ্ট হয় না। স্থলে নানাজাতীয় জীবজন্তু এবং জলে বিভিন্নপ্রকার মৎস্ত দেখা যায় । খনিজ পদার্থের মধ্যে প্লেট ও মার্কল প্রস্তর এবং লৌহ ও কয়লা পাওয়া যায়। সমুদ্রতীরবর্তী লবণাক্ত জলাজমি শুকাইয় প্রচুর লবণ প্রস্তুত হইয়া থাকে। উত্তরাংশ ও পাৰ্ব্বতীর জেলাবাসিগণ উদ্যমশীল ও কাঠ ; কিন্তু নিম্নাংশের অধিবাসিন্ধুন্দ অপেক্ষাকৃত জলস, ভষ্মমনোরথ এবং বেশভূধা ও বসবাসাদিতে অপরিষ্কার। শিক্ষিত ব্যক্তিদ্বিগের আদবকীয়দ মমুষোচিত নম্র ও শিষ্টাচারসম্পন্ন। বিদেশরদিগকে ইহার বেশ আদর অভ্যর্থনা করিতে জানে। মদ্যপ্রস্তুত ও মস্তবিক্রয় ইহাদের প্রধান ব্যবসা। স্বদেশজাত নানাপ্রকার ফল ও দক্ষিণপ্রদেশস্থ শোলার (Cork) বাণিজ্য