পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 মূল্য সংযোজন কর আইন, よ。ああふ পরিশোধ করা হইয়াছে অথবা ভুলবশতঃ ফেরত প্রদান করা হইয়াছে বা ধারা ১৩ এর অধীন মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক, অন্যান্য শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত), ভুলবশতঃ প্রত্যপণ করা হইয়াছে বা বাংলাদেশে সরবরাহকৃত কোন পণ্য বা সেবার উপর প্রদেয় কর বা শুন্ধের বিপরীতে ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে সমন্বয় করা হইয়াছে, সেই o ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে তাহার উপর যে তারিখে উক্ত শুষ্ক ও মূল সংযোজন কর ১৫ প্রদেয় হইয়াছিল বা কম পরিশোধিত হইয়াছিল বা ফেরত প্রদান করা হইয়াছিল বা প্রত্যপণ করা হইয়াছিল বা সমন্বয় করা হইয়াছিল সেই তারিখ হইতে তিন বৎসরের মধ্যে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা নোটিশ দ্বারা নোটিশে উল্লিখিত শুল্ক বা মূল্য সংযোজন কর দাবী করিয়া উহাতে উল্লিখিত সময়সীমার মধ্যে উক্ত শুল্ক বা মূল্য সংযোজন কর পরিশোধের জন্য কারণ দর্শানো নোটিশ জারী করিবেন।] o (২)আমানত পলর ক্ষেত্র কেন লতাজনক বা ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, কোন কারণবশতঃ পরিশোধ করা না হইয়া থাকিলে বা ভুলবশতঃ কম পরিশোধিত হইয়া থাকিলে বা ফেরত প্রদত্ত Ross of Got of Customs Act of Section 32 CE & We first অনুযায়ী আদায় করা হইবে। So - (৩) উপ-ধারা ७) जो अचान उक७ कथनास्त जमा যেই ব্যক্তির নিকট হইতে দাবী করা হয় সেই ব্যক্তি উক্ত উপ-ধারার অধীন কারণ দর্শানো নোটিশে উল্লিখিত সময় সীমার মধ্যে লিখিতভাবে উক্ত দাবীর বিরুদ্ধে আপত্তি উত্থাপন করিলে তাহাকে শুনানীর সুযোগদান করিতে হইবে অতঃপর উক্ত ব্যক্তির উত্থাপিত আপত্তি বিবেচনা করিয়া সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তা উক্ত আপত্তি দখলের নব্বই দিনের মধ্যে বা কেন আপত্তি দাখিল করা না হইলে উক্ত উপ-ধারার অধীন নোটিশ জারীর তারিখের নব্বই দিনের মধ্যে নোটিশে দাবীকৃত শুল্ক ও করের পরিমান, প্রয়োজনবোধে, পুনঃনির্ধারণক্রমে ত চূড়ান্ত করতে পারবেন। এবং উক্ত ব্যক্তি নোটিশে দাবীকৃত বা, ক্ষেত্রমত, ് পুনঃনির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করিতে বাধ্য থাকিবেন।] & o o cSR * “মূল্য সংযোজন কর দাবী করিয়া উহাতে উলিখিত সময়সীমার মধ্যে উক্ত শুল্ক বা মূল্য সংযোজন কর পরিশোধের Q জন্য কারণ দর্শানো” শব্দগুলি “মূল্য সংযোজন কর দাবী করিয়া কারণ দর্শানো” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৪১ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “বা ভুলবশতঃ কম পরিশোধিত” শব্দগুলি “বা কম পরিশোধিত” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯২ (১৯৯২

সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে প্রতিস্থাপিত।

  • উপ-ধারা (৩) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৪১ ধারাবলে প্রতিস্থাপিত।