পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ ᎼᏣᏑ ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময়ে (ক) যখন পণ্য অর্পণ (delivery) বা সরবরাহ করা হয়; - (খ) যখন পণ্য সরবরাহ সংক্রান্ত চালানপত্র প্রদান করা হয়; ് (গ) যখন কোন পণ্য ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের No (ঘ) যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায়। o . -- (৩) কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক ব্যবসায় পরিচালনা বা o সম্প্রসারণকালে প্রদত্ত সেবার উপর মূল্য সংয়ােজন কর প্রদেয় হইবে নিম্নবর্ণিত ১ (ক) যখন সেবা প্রদান করা হয়; o (খ) যখন সেবা প্ৰদান সংশ্লিষ্ট চালনপত্র প্রদানকর হয় : - (গ) যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায়। ംര്

  • (৪) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, যে কোন পণ্য, পণ্যশ্রেণী বা সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা

ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক পরিশোধের সময় ও পদ্ধতি নির্ধারণসহ, অগ্রিম পরিশোধের বিধান করিতে পারিবে।] so - শM(৪ক) উপ-ধারা (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত প্রজ্ঞাপনে নির্ধারণকৃত তারিখ হইতে যে কোন পণ্য বা পণ্য শ্রেণীর উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আদায়ের উদ্দেশ্যে নির্দিষ্টকৃত মূল্য মানের নিরাপত্তামূলক ব্যবস্থা সম্বলিত বিশেষ আকার ও ডিজাইনের স্ট্যাম্প (Stamp) বা ব্যাওরোল (Bandrol) বা বিশেষ চিহ্ন বা ছাপ উক্ত পণ্যের মোড়ক বা ধারক বা পাত্রের গায়ে ব্যবহার করার নির্দেশ প্রদান করিতে পারিবে; এবং এইরূপ স্ট্যাম্প বা ব্যাগুরোল বা বিশেষ চিহ্ন বা ছাপ এর ব্যবহার, বিতরণ, সংরক্ষণ, তদারকি, পর্যবেক্ষণ, হিসাব সংরক্ষণ ও মোড়কজাতকরণ বিষয়ে সংশ্লিষ্ট সকল পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। ੀ ૨ উপ-ধারা (৪) অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত। উপ-ধারা (৪ক), (৪খ) এবং (৪গ) অর্থ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৮ নং আইন) এর ৮ ধারাবলে সন্নিবেশিত। উপ-ধারা (৪ক), (৪কক) পূর্ববর্তী উপ-ধারা (৪ক) এর পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৮ ধারাবলে প্রতিস্থাপিত। ుల