পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ মূল্য সংযোজন কর আইন, よ。ああふ তবে শর্ত থাকে যে, যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী যথেষ্ট কারণবশতঃ উপরি-উক্ত চার মাস মেয়াদের মধ্যে আবেদন পেশ করিতে চার মাসের মধ্যে আবেদন পেশ করার অনুমতি দিতে পরিবে: আরও শর্ত থাকে যে, অধিকতর মূল্যের পণ্য বাজেয়াপ্তকরণের কোন ് আদেশ বা বাজেয়াপ্তির পরিবর্তে জরিমান বৃদ্ধির কোন আদেশ বা কোন অর্থদণ্ড । আরোপের কোন আদেশ বা আরোপিত হয় নাই বা কম আরোপিত হইয়াছে এইরূপ মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক পরিশোধের আদেশ, উহা দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারেন এইরূপ ব্যক্তিকে উহার বিরুদ্ধে কারণ দর্শাইবার সুযোগ দান না করিয়া এবং ব্যক্তিগতভাবে বা তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কৌসুলী বা অন্য কোন ব্যক্তির মাধ্যমে শুনানির সুযোগ দান না করিয়া, প্রদান করা যাইবে না। - 蠶 ৪৬। (১)] এই আইন বা বিধির অধীন কোন কার্যধারা উপলক্ষে কোন "": মূল্য সংযোজন কর কর্মকর্তা, আপীলাত কর্তৃপক্ষ, বাের্ড বা সরকারের নিকট উপস্থিতি ইত্যাদি উপস্থিত হইবার অধিকারী বা উপস্থিতির জন্য তলবকৃত কোন ব্যক্তি Customs Act of “[section 196K] co offè GEF of: Tot উপস্থিত হইতে পারিবেন এবং উক্ত Section এর বিধানাবলী তাহার উপর এইরূপে প্রযোজ্য হইবে যেন উহা এই ধারার অধীন উপস্থিতির জন্য এই আইনের অধীন প্রণীত হইয়াছে। “I(২) এই আইন বা বিধির অধীন যে কোন কার্যধারা উপলক্ষ্যে, বা যে কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির পক্ষে মূল্য সংযোজন কর সংক্রান্ত যে কোন কাজ সম্পাদনের জন্য অথবা উক্ত ব্যক্তির পক্ষে উপ-ধারা (১) অনুসারে উক্ত উপ-ধারায় উল্লিখিত কর্মকর্তা, কর্তৃপক্ষ, বোর্ড বা সরকারের নিকট উপস্থিত হওয়ার জন্য বা উক্ত ব্যক্তিকে এই আইন বা বিধি হইতে উদ্ভূত হইয়াছে বা হইতে পারে এমন যে কোন বিষয়ে পরামর্শ প্রদানের জন্য বোর্ড, ২০ বিধি দ্বারা নির্ধারিতে পদ্ধতিতে ও শর্তাধীনে, যে কোন ব্যক্তিকে মূল্য সংযোজন S. কর পরামর্শক হিসাবে লাইসেন্স প্রদান করিতে পারিবে।] - • -“বাজেয়াপ্তকরণের” শব্দটি “বাজেয়াপ্তিকরণের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) *S এর ৮৯ ধারাবলে প্রতিস্থাপিত। * So “প্রতিনিধি ও মূসক পরামর্শকের মাধ্যমে উপস্থিতি ইত্যাদি” শব্দগুলি “প্রতিনিধির মাধ্যমে উপস্থিতি" শব্দগুলির CŞ পরিবর্তে অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত। উপ-ধারা (১) অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংখ্যায়িত। “section 196K” শব্দ, সংখ্যা ও অক্ষরটি “section 196A” শব্দ, সংখ্যা ও অক্ষরটির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।

  • উপ-ধারা (২) অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত।