পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిOby বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ তবে শর্ত থাকে যে, আবেদনকারীকে যুক্তিসংগত শুনানীর সুযোগ প্রদান না করিয়া অনুরূপ কোন আবেদন নাকচ করা যাইবে না। (৫) উপ-ধারা (৪) এর অধীন কোন আবেদন নাকচ আদেশ দ্বারা সংক্ষুদ্ধ কোন ব্যক্তি, ব্যক্তি-গোষ্ঠী, দাতব্য ট্রাষ্ট বা প্রতিষ্ঠান উক্ত আদেশের তারিখ হইতে NQত্রিশ দিনের মধ্যে চ্যান্সেলরের নিকট উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করিতে ് ತಕ * * ಕರಾ ಣಃ ಘ : ' Q - হইবে। সনদপত্র অর্জনের ৭। ধারা ৬ এর অধীন সনদপত্র অর্জনের জন্য কোন বেসরকারী তাব বিশ্ববিদ্যালয়কে, অন্যান্যের মধ্যে, নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করিতে হইবে, যথা:– o ·o (ক) উহার শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা মঞ্জুরী কমিশন কর্তৃক j র্ব নুমে হইতে হইবে; o - o \o \o o (খ) প্রারম্ভিক অবস্থায় উহার অনূ্যন দুইটি অনুষদ থাকিতে হইবে: o (গ) প্রত্যেকটি অনুষদের জন্য মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত সংখ্যক বৈশিষ্ট্যপূর্ণ শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকিতে হইবে: (ঘ) উহার অনুন পাঁচ কোটি টাকার সংরক্ষিত তহবিল (reserved fund) কোন তফসিলী ব্যাংকে জমা থাকিতে হইবে;] ാ അം ༢་ཀྱི་ཚུལོ་ཝ་(ཧྥན་ ཙམ་མ་། (চ) উহাতে ছাত্র ভর্তির জন্য নির্ধারিত মোট আসন (Seat) এর শতকরা o পাঁচ ভাগ দরিদ্র অথচ প্রতিভাবান ছাত্র ভর্তির জন্য সংরক্ষিত থাকিতে O হইবে এবং এই সকল ছাত্রের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ থাকিতে হইবে: è (ছ) শিক্ষকগণের বেতনক্রম ও ছাত্ৰগণ কর্তৃক প্রদেয় বেতনের হার SS স্পষ্টরূপে বর্ণিত হইতে হইবে। ಛಿ। مجھے جھے শ৮। কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ থাকিবেন, ་། ཁུར་བ་ཨ་ যথা:– so (ক) চ্যান্সেলর, CŞ (খ) ভাইস-চ্যান্সেলর বা রেক্টর,

  • দফা (ঘ) বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। * ধারা ৮ বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৩ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।